Saturday, January 4, 2014

NARAYAN DEBNATH-er BHUL & UNPUBLISHED BAHADUR BERAL

Happy new year guys. Wish all the visitors a prosperous new year. You must be thinking there's something wrong in the title, but its not!..& I have the proof. না, ভুল কিছু নেই..ভাবছেন কি করে সম্ভব? বেশ, তাহলে নিজের চোখেই দেখে নিন:

ওপরের ছবিতে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে, এখানে দেখানো হয়েছে যে হাঁদা ও ভোঁদা দুই বন্ধু! কিন্তু আসলে তা সম্ভব নয়, কারণ তাদের পিসেমশাই একজনই! এছাড়া..


এই  ভুলটা  আগে কেউ কোনদিন লক্ষ্য করেছে কিনা জানি না..তবে এটা পাঠকদের তো বটেই, নারায়ণবাবুরও চোখ এড়িয়ে গেছিলো!বলুন তো ভুলটা কোথায় ? আমরা সবাই জানি যে,কৌশিক সাধারণত তার লৌহ/ইস্পাত মুষ্টি ব্যবহার করে, এখানে লেখাও আছে তাই, অথচ ছবিতে আছে একটা সাধারণ হাত,ইস্পাত/লোহার নয়!আপাতত এই দুটি "ভুল" আমার চোখে ধরা পড়েছে।
Updated: নিজের ভুল নিজেই সংশোধন করলাম। কৌশিকের হাতটি "দস্তানা " দিয়ে ঢাকা! এজন্য পাঠকদের কাছে ক্ষমা চাইছি।

এবার আসি বাহাদুর বেড়ালের প্রসঙ্গে। এর আগে যেবার বাহাদুর বেড়ালকে নিয়ে আলোচনা করেছিলাম,সেবার বেশ কিছু প্রশ্ন রয়ে গেছিল।যেমন বাহাদুর বেড়াল কবে প্রথম প্রকাশিত হয়, কবে শেষ ইত্যাদি।প্রথম প্রকাশ হলো ফাল্গুন ১৩৮৯(February 1982),অনেকেই জানেন(যারা ইন্দ্রদা'র ব্লগের নিয়মিত পাঠক তারা তো বটেই, তার জন্য ইন্দ্রদাকে ধন্যবাদ)

সেবারে বেশ কিছু অপ্রকাশিত বাহাদুর বেড়াল দিয়েছিলাম, যার মধে দুটি ছিল repeated/duplicate story. এবারে আরও কিছু বাহাদুর বেড়াল পেয়েছি, যেগুনো অপ্রকাশিত রয়ে গেছে লালমাটি প্রকাশন থেকে। আগেরবারের file -এর সঙ্গে এগুনো মিশিয়ে reupload করলাম, আশা করি এতে পাঠকদের সুবিধেই হবে। এগুনোর মধে এরকম কিছু গল্প আছে, যেগুনো duplicate(r সাল বলে উল্লেখ করা আছে, r=repeat ),original গুলো প্রকাশিত; আবার কিছু আছে যার original/duplicate কোনো version ই প্রকাশিত হয়নি!(সেক্ষেত্রে originalকে o এবং repeatedকে r বলে উল্লেখ করা আছে)..একটা-দুটো উদাহরণ দেখলেই বুঝতে পারবেন.

   original(o)                                                                                            repeat(r)    


                                                                                                 r ১৩৯৯(মাঘ),original প্রকাশিত  


o ১৩৯৭
 
r ১৩৯৭(উভয় অপ্রকাশিত)
download unpublished Bahadur Beral(updated till 04-01-2014): 31 years of Bahadur-Beral

হ্যা, বাহাদুর বেড়ালের বয়স ৩১ বছর পেরিয়ে গেছে..এবং সামনের ফাল্গুন মাসে বাহাদুর ৩২ বছরে পড়বে। দেখে কখনো মনে হয়?


ভুল বললাম, নারায়ণ দেবনাথ এবং তার সৃষ্ট চরিত্রের বোধহয় বয়স হয় না!

ইন্দ্রজাল ও পোস্টার অন্য দিনের জন্য তোলা রইলো।