Wednesday, August 15, 2018

HAPPY INDEPENDENCE DAY 2018; ROVERSER ROY 1989

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই সকলকে।

গতবারের(১৯৮৮ সালের) রোভার্সের রয় তে আপনারা দেখেছিলেন যে রয়কে কেউ গুলি করেছিল।রয় হাসপাতালে ভর্তি ছিল অজ্ঞান অবস্থায়, ডাক্তাররা চেষ্টা করেন যাতে সমর্থকদের জয়ধ্বনি তে রয়ের জ্ঞান ফেরে..


রয় সুস্থ হয়ে মাঠে আসে পরের ম্যাচে সতীর্থদের খেলা দেখতে। কিন্তু রয়ের জন্য অপেক্ষা করছিলো এক অভিনব চমক...


কিন্তু দুঃখের বিষয় এই যে "রয়ের ছেলেরা"এতটাই আনন্দিত হয়ে পড়লো যে তারা ডিভিশনে পিছিয়ে থাকা এক দলের কাছে বোকার মতন হেরে গেলো!! অনেকটা এই বছর বিশ্বকাপ ফুটবলের অঘটনের মতন..


কিন্তু কে সেই আততায়ী?.. যে রয়কে মারার চেষ্টা করেছিল?

রয় নিজেই তাকে ধরে ফেলে...


রয় তো মাঠে ফিরে এলো, কিন্তু রয়ের সমস্যার এখনো শেষ নেই..



এইরকম "দূর থেকে শট করে বল সোজা জালে".. ঘটনা অনেক বছর আগে বিশ্বকাপে দেখেছিলাম..


দলে আবার প্রবেশ করলো ভিক গাথরি, রয়কে মারার জন্য শুধু শুধু সন্ধেহভাজনদের তালিকায় সে ছিল।


রয়ের দল এরপর এক প্রদর্শনী ম্যাচ খেলতে যায়।  কিন্তু সেই ম্যাচ খেলতে গিয়ে দলের বেশ কয়েকজন আহত হয়, এমনকি রয় নিজেও।



তারপর কি হল? পড়ুন সম্পূর্ণ রোভার্সের রয় ১৯৮৯

ধুলোখেলা ব্লগকে আরও একবার ধন্যবাদ, ৬ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর ১৯৮৯ এর রোভার্সের জন্য। ১৮ অক্টোবর ১৯৮৯ এ কোনো আনন্দমেলা প্রকাশিত হয়নি।