Saturday, January 26, 2019

HAPPY REPUBLIC DAY 2019; ROVERSER ROY 1990

কয়েকমাস আগে রোভার্সের রয় ১৯৮৯ পোস্ট করার পর বেশ কিছু পাঠক আমাকে অনুরোধ করেছিলেন রোভার্সের রয়ের বাকি বছরের কমিক্সগুলির জন্য।  এই বছরের শেষের দিকে রোভার্সের বেশ কিছু খেলোয়াড় আহত হয়, প্রদর্শনী ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন ছিল গোলকিপার চার্লি ও স্ট্রাইকার ভার্নন ইলিয়ট।


বেচারা ভার্নন, মাংসপেশিতে মারাত্মক চোট পায় কিছু অত্যুৎসাহী সমর্থকদের জন্য



এরপর রয়ের খোঁজ আরম্ভ হয় ভার্নন এর পরিবর্ত খেলোয়াড় বার করার। রোভার্সের জুনিয়র টিমের এন্ডি লককে রয়ের পছন্দ হয়।  ছেলেটা ভালো খেলে, কিন্তু একাই ফুটবল খেলতে চায়, দল ছাড়াই।



একদিকে ক্লাব, অন্যদিকে পেনি আর বাচ্চারা...সবকিছু  নিয়ে জেরবার রয় !

এদিকে গোলকিপার চার্লির জায়গায় আসে "বুড়ো টাবি".. বয়স হলেও সে যথেষ্ট দক্ষ গোলকিপারের পরিচয় দেয়।




বয়স প্রভাব ফেললেও টাবি ছিল সম্পূর্ণ ফিট।  এদিকে রোভার্সের সমর্থক এবং চেয়ারম্যান স্যাম বার্লো চায় চার্লিকে ফিরিয়ে আনতে, কারণ তারা বিশ্বাস করতো টাবিকে দিয়ে বেশিদিন চলবে না। কিন্তু রয় বিশ্বাস করতো পারফরম্যান্সে, তার চোখে টাবি যথেষ্ট ভালো পারফর্ম করেছিল। তাই সে টাবিকে কোনোমতেই ছাড়তে রাজি ছিল না।

কি হবে রোভার্সের ভবিষ্যৎ?  পড়ুন রোভার্সের রয়  ১৯৯০