Tuesday, April 10, 2018

শুভ নববর্ষ ১৪২৫... গুলিবিদ্ধ রয়!! & BATMAN COMIC STRIP IN BENGALI

আজ থেকে চার বছর আগে ব্লগে প্রথমবার দিয়েছিলাম রোভার্সের রয়। উপলক্ষ্য ছিল ২০১৪ বিশ্বকাপ ফুটবল। আর কয়েকমাস বাদেই শুরু হতে চলেছে রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮। যতদিন যাচ্ছে, রয় এবং তার সহ খেলোয়াড়দের যেন আরও বেশি ভালোবেসে ফেলছি।ব্ল্যাকি গ্রে, মার্ভিন, ভিক, কেনি, চার্লি, এবং অবশ্যই রয় নিজে... কার নাম বাদ দেবো ? সবাই অত্যন্ত প্রতিভাশালী। বাস্তবে এরূপ একটি দল ছিল.. সেই দলের নাম "রিয়াল মাদ্রিদ"। যেখানে রোনাল্ডো,কার্লোস,ফিগো,জিদান,রাউল,বেকহ্যাম সবাই একসঙ্গে খেলতো(এবং চার্লির মতনই ক্ষিপ্র গোলকিপার ক্যাসিয়াস)।

আসা যাক ১৯৮৮ সালের রোভার্সে।ভিক গাথরি তার বদমেজাজের জন্য সাসপেন্ড হয়, দলে সুযোগ পায় তরুণ কেনি লোগান।

এদিকে রয়ের ক্ষ্যাপাটে সমর্থক ট্রেভর, যার জন্য রয় নিজেও বিরক্ত। খেলার মাঠে অনেক ক্ষ্যাপাটে সমর্থক দেখা যায় ঠিকই, কিন্তু ট্রেভর এর মতন না হলেই ভালো... এরকম সমর্থক দেখেছেন কখনো?

  নানারকম ঝামেলার মধ্যে রয় জড়িয়ে যায়..


এতো সব ঝামেলা সত্ত্বেও রয়ের টিম ভালোই খেলছিল.. ২য় ডিভিশনে পরপর আটটা ম্যাচে তারা ছিল অপরাজিত।


কিন্তু রয় জানতো না তার অদৃষ্টে কি লেখা আছে...


রয় এ যাত্রা তো কোনোক্রমে বেঁচে গেলো।
পরের দিন প্র্যাকটিসে ভিকের সঙ্গে দেখা.. সাসপেনশন কাটানোর পর ভিক দলে ঢুকতে চায়, কিন্তু...
ভিক কি রয়কে বল তুলে মারলো?
না, ভাগ্যক্রমে সেখানে ব্ল্যাকি ছিল!



কিন্তু কেউ মনস্থির করেছিল, রয়কে মারবেই... কে সেই আততায়ী?


রয় আহত হয়ে হাসপাতালে ভর্তি...কোচ হিসেবে দলে প্রবেশ করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্যার আলফ...


রয় কি ফিরে আসতে পারবে রোভার্সে ? রোভার্সের সমর্থকদের আওয়াজ শুনে রয়ের কি ঘুম ভাঙবে?


রয় ছাড়া রোভার্স কেমন? পড়ুন টানটান উত্তেজনা ও আবেগে ভরপুর  রোভার্সের রয়  ১৯৮৮

এবার আজকের চমক... আনন্দমেলা ও কমিক ওয়ার্ল্ডের মিলিত ব্যাটম্যান..
" আনন্দমেলা ও কমিক ওয়ার্ল্ডের মিলিত "?? একটু শুনতে অদ্ভুত লাগছে,তাই না?
পাঠকদের অনুরোধ করছি, ব্যাটম্যান পড়ার আগে নিচের video দুটি একটু চোখ বুলিয়ে নেবেন.. আপনাদের উদ্দেশেই করা..যাতে ব্যাটম্যান পড়তে কোনো অসুবিধে না হয়...






পড়ুন বিস্ময় বালক রবিন(আনন্দমেলা ২২.০৫.৯১-১৮.০৯.৯১ ও কমিক ওয়ার্ল্ড সংখ্যা ৮,৯,১০,১১ থেকে একত্রিত)

বন্ধু সুমঙ্গল পন্ডিতকে অনেক ধন্যবাদ কমিক ওয়ার্ল্ড সংখ্যা ১১  ধার দেওয়ার জন্য৷

সবাইকে জানাই নববর্ষের আগাম শুভেচ্ছা।
প্রত্যেক পোস্টে চমক কেমন লাগছে জানার অপেক্ষায় রইলাম।