Tuesday, July 7, 2015

PHANTOM: ADAPTATIONS

As the new research about indrajal is going on, I came to know a few things.. and some things(questions that occurred in my mind) yet to know..

Today's research topic: Phantom-adaptations i.e. an original phantom story written by falk & drawn by some artist(Moore/McCoy/Barry) is retold by another person, and drawn by another artist.

For example: phantom daily strip no. 52(falk, McCoy) RAGON'S GAME is retold by Bill Harris and drawn by Bill Lignate in Gold key phantom no.1 THE GAME.

d052


gk01
 
speaking of indrajal, there were 8 phantom issues taken from gold key phantoms(under #01-100 Bengali), all were adaptations of original lee falk's story. wonder why they published the adaptations only(unable to find/gather the original strip)?
 
  1. IJC#9 জলার সাপ is taken from Gold key phantom #5(THE SWAMP RATS), retold by Bill Harris, Drawn by Bill Lignate, adapted from original daily strip no. 74(The Swamp Rats, falk & McCoy.)

    
    gk05

    
    d074
  2. IJC#10(1ST STORY- ওগুরু ) is taken from Gk 04 OOGOORU, adapted from original daily strip #75(oogooru and the witchmen, falk & McCoy). 2nd story মুখোশধারী দস্যু is taken from The goggle-eye pirates,adapted from sunday strip #56(The Goggle-eye pirates, falk & McCoy.)
    
    d075







Though the original daily strip was published in IJC#234"সাগরতটের দস্যু"

the first panel is scaled or enlarged manually from the strip


3. IJC #12 বেতাল ও দানব বানর is taken from GK07(THE SUPER APES),adapted from daily strip #51 The Super Apes(falk & McCoy).
 

4. IJC#21 হীরক রাণী is taken from GK06(The Lady from Nowhere),adapted from daily strip #49 The Lady from Nowhere(falk, McCoy.)
 


5. IJC#31 বেতাল ও ছিচকাদুনে is taken from GK03(The crybaby),adapted from daily strip #71  The crybaby(falk & McCoy).
 

GK03

 
6. IJC#36 রাণীর খেয়াল (১ম গল্প- ছ নম্বর বন্দী) is taken from GK09 THE SIXTH MAN, adapted from daily story#59 Queen Sansamor and the Sixth Man(falk, McCoy.)

 

7. IJC#37 ঘুমন্ত দানব is taken from GK10 THE SLEEPING GIANT, adapted from daily story #62 The Grove of the Sleeping Giant(falk, McCoy.)

 
 

8. IJC#29 জলদস্যুর দল is taken from GK15(The River Pirates), adapted from sunday story#54 The River Gang(falk & McCoy.)

 
 the original daily strip was published in IJC#339 "গভীর বনের ভয়ঙ্কর "(The Phantom's wrath)



Have to stop today otherwise its going to be a real long post!

Image courtesy: Indrada(Indranath), ip comics, and other various websites. Special thanks to friend Thomas Askjellerud for original gold key page of "crybaby".

আজকের বাংলা কমিকস কোথায়? সত্যি তো.. আছে, তার জন্য আপনাকে এখানে আসতে হবে।

Next Research topic: More Phantom adaptations!



GHOTOTKOCH aka HULK in bengali comics

ঘটোত্কচ বলতেই যার কথা মনে পরে সে হলো পৌরাণিক চরিত্র, ভীম ও হিড়িম্বার পুত্র। মহাভারতের যুদ্ধে সে নিজের প্রাণ দিয়েছিল(পুরো গল্পটা মনে নেই...). তবে আজ আমি আপনাদের এক নতুন ঘটোত্কচের কথা শোনাব। তাকে অনেকেই কিন্তু দেখেছেন...

এবার চিনতে নিশ্চয়ই পারছেন সবাই... হ্যা, মার্ভেল কমিকসের বিখ্যাত দানব "হাল্ক"ই হল বাংলার ঘটোত্কচ।
এই পেজ তা নেহাতই ফটোশপে বানানো হলেও একটি বাংলা ম্যাগাজিনে অনেকদিন আগে ঘটোত্কচ প্রকাশিত হয়। সম্ভবত হাল্ক এর কোনো গল্পের বঙ্গানুবাদ(চিত্রবিন্যাস একই রেখে)?

দুর্ভাগ্যবশত এই ম্যাগাজিনের কমিকসটি ছাড়া আর অন্য কোনো পাতা আমার কাছে নেই । থাকলে ভালো হত, হয়ত আরো কিছু দরকারী তথ্য পেতাম।


ঘটোত্কচের তান্ডব(hulk-smash)!

পড়ুন সম্পূর্ণ  ঘটোত্কচ এর কান্ডকারখানা

এবার আসি আমাদের সবার প্রিয় রোভার্সের রয়ের প্রসঙ্গে।

১৯৮৬ সালের রোভার্সের টিমে এক অপ্রত্যাশিত পরিবর্তন ঘটে। সুদক্ষ গোলকিপার চার্লি দল থেকে বাদ পরে তার খারাপ পারফরমেন্স এর জন্য। রয় এর স্ত্রী পেনিও রয়কে ছেড়ে চলে যায়। সত্যি এক কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছিল রোভার্স কে। টিমের খারাপ পারফরমেন্স এর জন্য তারা প্রায় নেমে এসছিল দ্বিতীয় ডিভিসনে!



এটাই বোধহয় রয়ের কমিকসে সবচেয়ে হাস্যকর কথা "এর মেজাজ দেখছি ভিক গাথরির চেয়েও খারাপ".

তবে দলের কারোরই চেষ্টার কোনোরকম ত্রুটি ছিল না..নতুন গোলকিপারেরও নয়।



 রয় কি পেরেছিল তার দলকে ডিভিসনে নামার লজ্জার হাত থেকে বাঁচাতে? তার জন্য পড়ুন: রোভার্স ১৯৮৬
২০.০৮.১৯৮৬'র পরের ছবি
১৭.০৯.১৯৮৬'র পরের ছবি

২৫.০৬.১৯৮৬ সংখ্যায়  দেখা যাচ্ছে, ন্যাট গসডেন রয়কে বল পাস দেয়। আবার ঠিক তার পরের সংখ্যায় দেখা যাচ্ছে ব্ল্যাকি হেড দিচ্ছে।




তাহলে এর মাঝে কি ঘটল ? কিছুটা ঠিকই আন্দাজ করেছেন, রয় ব্ল্যাকিকে পাস দেয়...ঠিক এইভাবে...

২৫.০৬.৮৬ ও ০৯.০৭.৮৬'র মধ্যবর্তী ছবি

পরের পোস্টে আরো চমক!