Friday, March 14, 2014

HOFO-GIGE, A Special Tribute "Samrat" PC SORCAR

Hello guys..sorry to disappoint all of you guys as I have been quite busy for a few days..& my old pc had started some problems again, so I took a bit time 2 fix it(had 2 change its battery). ekhon abar valoi cholche..also there's a central govt. exam of mine by the end of april or the beginning week of may(dates may be changed for the election, yet to be announced)..যাই হোক, আজকের পোস্টের প্রসঙ্গে আসি। আজ একটু অন্য ধরণের পোস্ট..আপনারা সবাই ভাবছেন "পি সি সরকার তো বুঝলাম, কিন্তু হোফো -গিগে টা আবার কি ?" আপনারা সবাই শুনেছেন নিশ্চয়ই "গুগাবাবা"(গুপি গাইন বাঘা বাইন ),"পিপুফিশু"(পিঠ পুড়ে গেল, পাশ ফিরে শু ) তাহলে, "হোফো -গিগে" মানে "হোকাস -ফোকাস -গিলি-গিলি-গে" করা যেতেই পারে। আজকের এই পোস্টটা মাননীয় পি সি সরকারকে(জুনিয়র) উৎসর্গ করলাম।

পি সি সরকারের বাড়িতে একসময় দুই সম্রাট থাকতেন, এক- "জাদুসম্রাট" পি সি সরকার নিজে, ও অপরজন সিংহ "সম্রাট"

সম্রাটকে নিয়ে পরের আনন্দমেলা সংখ্যাতেও একটি article বেরিয়েছিল, এও বলা হয়েছিল যে পি সি সরকার নিজে লিখবেন(হয়তো)..যদিও খুব সম্ভবত তা আর হয়ে ওঠেনি।



এছাড়াও একবার রাশিয়া থেকে ওনাকে সম্মান দেওয়া হয়, যা বেরিয়েছিল শুকতারাতে।

 
 নিচের ছবিটি খুব সম্ভব ওনার  বাবার (original পি সি সরকারের)
 

এবার আসি কমিকসের প্রসঙ্গে, যা শুকতারা তে প্রথম প্রকাশিত হয় কার্তিক ১৩৯৬(সম্ভাব্য).. সম্ভাব্য শেষ সংখ্যা আশ্বিন ১৪০১। ছবি আঁকতেন অরুন্ধতী মুখোপাধ্যায়..আর গল্প..? খুব সম্ভব ওগুলো জাদুসম্রাটের নিজেরই বলা(not sure, just guessing)!


 Download  comics : pc sorcar suktara

আমার সংগ্রহের ১৮টি কমিকস download link -এর  মধ্যে দিলাম। একটা-দুটো হয়তো বাদ পরতে পারে। অন্যান্য bloggerদের কাছে অনুরোধ করলাম, যদি কিছু বাদ পরে যায় তাহলে তা অবশ্যই জানাবেন।

না, আজ এখানেই শেষ নয়..দুটো বিশেষ জিনিস দিলাম..এর মধ্যে একটির কথা অনেকেই হয়তো জানেন না।

 
হ্যা, দেখে অবাক হচ্ছেন তো..আমিও হয়েছিলাম..পি সি সরকার নিজে একটি সিনেমাও করেছিলেন, এবং তাও আবার দ্বৈত ভূমিকায়(i.e. Double role)!!ভাবা যায়!!! ওনার সহ-অভিনেতারা ছিলেন উৎপল দত্ত, সন্তোষ দত্ত, শ্রীলা মজুমদার প্রমুখ। আমাদের এক অতি প্রিয় কমিক চরিত্রের সঙ্গে ওনার মিল আছে,কার তা বোধহয় আর বলতে হবে না..
 
ইন্দ্রজাল এবার কিছু scan করা হয়নি, তাই দিতে পারলাম না..তবে জানিয়ে রাখি রোভার্সের রয়ের ৫০০ পাতার ওপর scan করা হয়ে গেছে।(by myself)বাদ বাকি সংখ্যাগুলো এই  মুহূর্তে জোগাড় করে উঠতে পারিনি। তবে, একটা জিনিস আমার দর্শকদের প্রাপ্য..
 
দেখা যাক ম্যাজিক করে আমি যদি পরবর্তী পোস্টটা একটু তাড়াতাড়ি করতে পারি!!

18 comments:

ranjan gangopadhyay said...

darun post .......... onek kichu jante parlam ...........
waiting for the next
by d way roy of the roverse comicser akti darun blog holo royoftheroversgr.blogspot.com akhane onek guli comics ache

কুন্তল‏ - from প্লানেট আর্থ said...

ওয়াকার-দাদা,
'রোভার্সের রয়'-টা হয়ে যাক - বহু, বহুদিন অপেক্ষা করে আছি এটার জন্যে - বিশ্বকাপ এসে গেলো , এ সময়ে ফুটবলের গল্প ছাড়া অন্য কিছু ভালো লাগে না। তাড়াতাড়ি আপলোড করে দিন।

som0303 said...

bah darun info janlam.........mvi tarkhoj korte hobe! onek dhonyobad apnar post er jonyo

Cobra said...

দারুন পোস্ট, 'রোভার্সের রয়'-টা আমার কাছেও তোমার লিস্টের সব হচ্ছে না।

24thphantom said...

@ranjan babu: dhonyobaad..hyan, blog ta ami dekhechi..okhane rovers er roy pourotai dewa ache(original strips)..amaro tai icche..

24thphantom said...

@kuntal babu: onyanyo comics gunor moton e rovers purota dewar icche ache..500 patar opor kore phelechi,apran chesta korbo purota dewar..

24thphantom said...

@som0303: ur welcome!..chesta koro movie ta khojar..tobe sohoje paabe na bolei mone hoy..

24thphantom said...

@indrada: thanks..tumi je tuku help korbe/korecho,jothesto..amar r ekta upokar korbe? ektu dekhbe..Jodi kono pc sorcar comics missing thake, tahole seta amake janiyo..

Mahasthobir said...

দারুন এবং অপ্রত্যাশিত। :)
অপ্রত্যাশিত বললাম এজন্যে পি সি সরকারকে নিয়ে একটা পোস্টের কথা ভাবিইনি কখনও। দারুন কাজ।

COPKAP বলে কাকে উল্লেখ করা হয়েছিল রাশিয়াতে, জুনিয়রকে না সিনিয়রকে? ছবিটাতো সিনিয়র পি সি সরকার-এর।

সিনেমার ব্যাপারটা জানা ছিল না।
কমিকস গুলোর জন্য ধন্যবাদ। :)

24thphantom said...

@ms: thanks..COPKAP bola hoyechilo PC SORCAR junior ke..r onyo chobita onar babar(probably),ami boleichi sambhobto..COPKAP chobita'r songe onar kono samporko nei..duto chobi beriyechilo duto alada suktarai..aasole chobi duto eksathe dewate tomar bujhte bhul hoyeche..

24thphantom said...

@ms: edit kore chobita niche dilam..asha kori ebar tomar ba onyo karor bujhte kono bhul hobe na..

Somnath Dasgupta said...

ওয়াকার ভীষণ ভালো পোস্ট। একটা অনুরোধ: যদি পি সি সরকার কমিকসগুলোর ডিটেলস ও ব্লগপোস্টটায় রাখো, একটা ইন্ডেক্স আকারে, যেমন : ক্রমিক সংখ্যা // কমিকসের নাম // শুকতারার সংখ্যা
এই ফর্মে, তাহলে খুঁজতে সুবিধে হবে কোনো কমিকস বাইরে থেকে গেল কিনা। এই কমিকস গুলো যখন বেরোচ্ছে, তখন আমি নিয়মিত শুকতারা নিতাম, তাই বললাম। এটা প্রত্যেকেই নিজে নিজে করে নিতে পারে, তবে তুমি যেহেতু কমপাইলেশন টা করেছো, তাই তুমিই করে দিলে সবচেয়ে সুন্দর আর পূর্ণাঙ্গ হয় কাজটা।
গিলি গিলি গে সিনেমাটা আমি দেখেছি । মোটামুটি । প্রায় পুরোটাই ম্যানড্রেকের থীম নিয়ে তৈরি। সেই একটা ভাই ভালো আর একটা ভাই খারাপ। দুজনেই বাবার থেকে জাদুবিদ্যা শিখবে এইরকম। ছোটোবেলাতেই দেখা, তাও মাঝারিমানের ই লেগেছিল। তবু সত্যিই এই পোস্টের সাথে এই সিনেমাটার নাম না থাকলে অপূর্ণতা থেকে যেত। কমিকস রিসার্চের জন্য ধন্যবাদ।
আমি বিশ্

Somnath Dasgupta said...

আমি বিশ্বাস করি তোমাদের মতো সিরিয়াস কমিকস রিসার্চারদের হাতে করেই একদিন শুকতারা, আনন্দমেলা, কিশোর ভারতী, কিশোর জ্ঞান বিজ্ঞান , কিশোর মন, সকাল, দেশ, চাঁদমামা - ও আরো অনেক অনেক নাম না জানা পিরিওডিকালস থেকে প্রকাশিত সমস্ত কমিকস ও কার্টুন পুনরুদ্ধার হয়ে পাঠকের হাতে এসে পৌঁছতে পারবে একদিন। কালের গর্ভে হারিয়ে যেতে বসা এই সমস্ত শিল্পসৃষ্টিকে বাঁচিয়ে ফিরিয়ে আনা বাংলা সাহিত্যের ইতিহাসগত কারণেই দরকার। সরকার ও গবেষকদের উদ্যোগে সম্ভব না হলে এইভাবে সংগ্রাহক পাঠকেরাই এই অসম্ভব কে একদিন সম্ভব করবেন।

Suku said...

অসাধারণ পোস্ট, তোমাদের মত নিঃস্বার্থ ব্লগারদের দ্বারাই সম্ভব !!

24thphantom said...

@somnathda: thanks..tumi amake 1ta complete list toiri korte bolcho, ete bhaloi hobe..Jodi kichu theke jai tahole seta chot kore bar kore newa jaabe..ami eta sune khushi holam je kichu lok ae research-er ortho bojhe..amader blogger der modhey 1jon ke ontoto pawa gelo je movie ta dekheche..& khanikta golpo mone rekheche..

24thphantom said...

@suku: thanks..:)amar swartho ektai..tomader songe ae jinis guno share kore newa..:)

Unknown said...

"Blogger Mr. Walker said...
@ranjan babu: dhonyobaad..hyan, blog ta ami dekhechi..okhane rovers er roy pourotai dewa ache(original strips)..amaro tai icche..

March 16, 2014 at 2:00 PM"

Kon blog e deya aache ???????? Suku babur blog hole to ota selected member der janyo , jadi normal kono blog e thake pls link din

24thphantom said...

@arup: na,na, bangla noi..okhane complete rovers dewa ache eng e! r bangla ami dite cholechi..sampurno na parleo kichu to debo..ektu wait koro..