বন্ধুরা, শেষ পোস্টের পর আমার ফেবু পেজে একটি বিশেষ কমিক্সের প্রচ্ছদ দিয়েছিলাম। বলেছিলাম দেব, অনেকেই হয়তো সেই পোস্টটা দেখেছেন:
এটা দেখে সবাই নিশ্চয় ভাবছেন, এটা কি করে সম্ভব? ইন্দ্রজাল কমিক্সের কোনওদিন সংখ্যা ১০১ ও ১০২ তো প্রকাশিত হয়নি(industrial strike এর জন্য). তাহলে এই বইটা এলো কোত্থেকে?
উত্তরটা খুব সহজ... না, আমি কোনো অপ্রকাশিত সংখ্যা পাইনি। এই প্রচ্ছদটা বহু বছর আগে আমি নিজে হাতে(PS এ) বানিয়েছিলাম, একটি বিদেশী কমিক্স(FREW) থেকে, বাদ বাকি ইন্দ্রজালের নামকরণ ও সংখ্যা ছিল আমারই বানানো। এই সেই আসল প্রচ্ছদ:
SY BARRYর আঁকা এই কমিক্সটি ছোটবেলায় আনন্দমেলায় পড়েছিলাম। তখন এই কমিক্সগুলির কোনো নাম আনন্দমেলায় দেওয়া হতো না। তাই আমি নিজেই নামকরণ করতাম... ছোটবেলার মজা, বোঝার সুবিধের জন্য। এই গল্পের নাম দিয়েছিলাম "ভূতুড়ে বাঘ রাজা". এর আগের বেঁটে বেতালের গল্পটার নাম দিয়েছিলাম "খর্বাকৃতি অরণ্যদেব".
পরবর্তীকালে বুঝলাম অনেক স্ট্রিপের নামই দেওয়া থাকতো গল্পের একদম ১ম পৃষ্ঠার(মানে 1st strip এর) কর্নারে, নিচের দিকে। তাই এই গল্পের নাম বাংলায় ধরা যেতে পারে: "বাঘ, বাঘ"!
এই গল্পের প্রধান আকর্ষণ হল অনেকগুলি বাঘ এবং এরা সবাই "ভূতুড়ে বাঘ রাজা"র পোষা।
বেতালকে অতগুলো বাঘ মুখে করে ধরে নিয়ে চলে গেলো, তারপর কি হল বেতালের? এই বাঘ গুলোই বা ভূতুড়ে কেন? আর কে সেই ভূতুড়ে বাঘ রাজা?
এই সব প্রশ্নের উত্তর পাবেন এইখানে:
ভূতুড়ে বাঘ রাজা(s138, বাঘ, বাঘ!)
সকল দর্শক বন্ধুদের জানাই শুভ মহাসপ্তমী। বেতাল পড়ুন এবং আনন্দে পুজো কাটান।
পুজোর পর আবার ফিরবো..
এটা দেখে সবাই নিশ্চয় ভাবছেন, এটা কি করে সম্ভব? ইন্দ্রজাল কমিক্সের কোনওদিন সংখ্যা ১০১ ও ১০২ তো প্রকাশিত হয়নি(industrial strike এর জন্য). তাহলে এই বইটা এলো কোত্থেকে?
উত্তরটা খুব সহজ... না, আমি কোনো অপ্রকাশিত সংখ্যা পাইনি। এই প্রচ্ছদটা বহু বছর আগে আমি নিজে হাতে(PS এ) বানিয়েছিলাম, একটি বিদেশী কমিক্স(FREW) থেকে, বাদ বাকি ইন্দ্রজালের নামকরণ ও সংখ্যা ছিল আমারই বানানো। এই সেই আসল প্রচ্ছদ:
SY BARRYর আঁকা এই কমিক্সটি ছোটবেলায় আনন্দমেলায় পড়েছিলাম। তখন এই কমিক্সগুলির কোনো নাম আনন্দমেলায় দেওয়া হতো না। তাই আমি নিজেই নামকরণ করতাম... ছোটবেলার মজা, বোঝার সুবিধের জন্য। এই গল্পের নাম দিয়েছিলাম "ভূতুড়ে বাঘ রাজা". এর আগের বেঁটে বেতালের গল্পটার নাম দিয়েছিলাম "খর্বাকৃতি অরণ্যদেব".
পরবর্তীকালে বুঝলাম অনেক স্ট্রিপের নামই দেওয়া থাকতো গল্পের একদম ১ম পৃষ্ঠার(মানে 1st strip এর) কর্নারে, নিচের দিকে। তাই এই গল্পের নাম বাংলায় ধরা যেতে পারে: "বাঘ, বাঘ"!
এই গল্পের প্রধান আকর্ষণ হল অনেকগুলি বাঘ এবং এরা সবাই "ভূতুড়ে বাঘ রাজা"র পোষা।
বেতালকে অতগুলো বাঘ মুখে করে ধরে নিয়ে চলে গেলো, তারপর কি হল বেতালের? এই বাঘ গুলোই বা ভূতুড়ে কেন? আর কে সেই ভূতুড়ে বাঘ রাজা?
এই সব প্রশ্নের উত্তর পাবেন এইখানে:
ভূতুড়ে বাঘ রাজা(s138, বাঘ, বাঘ!)
সকল দর্শক বন্ধুদের জানাই শুভ মহাসপ্তমী। বেতাল পড়ুন এবং আনন্দে পুজো কাটান।
পুজোর পর আবার ফিরবো..
8 comments:
Thanxs Walker bhai. Good post.
শৈশব ফিরে পেলাম। এ অনুভূতি বলে বোঝানোর নয়। ধন্যবাদ দাদা।
ধন্যবাদ ভাই
পুজো ভালো কাটুক
সবাই কে dhonyobaad pashe থাকার jonyo.
Onek Dhanyabad, tomar left hand jeno Betal er subho chinno peye jay.
Ha ha.,😊 😊 bhalo bolechen dada..r apnader comment e ei soubhagyer চিহ্ন bahan kore.. 😊 😊
পুরো কমিকসটা কিভাবে পাব, কেউ একটু প্লীজ হেল্প করতে পারবেন?
Post a Comment