আনন্দমেলায় একদম প্রথম(১৯৭৫) থেকে কমিক্স প্রকাশিত হয়ে আসছে। শুরু হয়েছিল টিনটিন আর টারজান নিয়ে, কালক্রমে সেখানে হাজির হয় বহু বিদেশী কমিক্স, এবং সব কটিই বেশ ভালো। আরও সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা ছিল সেটা হলো colouring . রোভার্সের রয় এবং টারজান সবচেয়ে বেশি সময় চলেছে(যথাক্রমে প্রায় ১৫ বছর ও ২০ বছর বা তারও বেশি), এছাড়া গাবলু, বাজ সায়ার, শার্লক হোমস, অরণ্যদেব, জো-জেট, ব্যাটম্যান, স্পাইডার ম্যান, ষ্টার ওয়ার্স, গ্রহের নাম আলফলল(laureline & valerian), asterisk, ডাঃ রেক্স মর্গান, টেক্স বেনসন.... আর কত কমিক্সের নাম করবো? তবে তারা মাত্র দুটি দেশি কমিক্স চরিত্র ছেপেছিল- সদাশিব এবং নোলেদা(অহিভূষণ মালিক). এর মধ্যে ১৯৮৮-১৯৯৪/৯৫ ছিল সেরা সময়, প্রত্যেক সংখ্যায় প্রায় ৯-১০ টা আলাদা কমিক্স থাকতো, মানে প্রায় ১৫-২০ পৃষ্ঠা। আজ এই সময়েরই এক হারিয়ে যাওয়া কমিক্স তুলে ধরবো পাঠকদের সামনে।
কারা এই পঞ্চরত্ন?
বিখ্যাত লেখক এনিড ব্লাইটনের THE FAMOUS FIVE-এর বাংলা নাম দেওয়া হয়েছিল পঞ্চরত্ন। সুন্দর কমিক্স তো বটেই, অনুবাদ এবং coloringও খুব সুন্দর।
পড়ুন পঞ্চরত্ন(আনন্দমেলা, ১১ জানুয়ারী - ১৫ নভেম্বর ১৯৮৯)
(originally scanned & processed by NIL, partly rescanned by Mr Walker)
ইংরেজীতে পঞ্চরত্নের আরও বেশ কিছু কমিক্স আছে। সোনার তরী গল্পটি THE GOLDEN GALLION এর বঙ্গানুবাদ।
পরবর্তী পোস্টে ওয়াকার আবার ফিরবে আপনাদের সবার প্রিয় রোভার্সের রয়কে নিয়ে।
3 comments:
গ্রহের নাম আলফলল(laureline & valerian) কমিকসটি কি আপনার সংগ্রহে আছে। এই কমিকসটির প্রতীক্ষায় অনেকদিন থেকে বসে আছি । আপনার কাছে যদি থেকে থাকে তবে দয়া করে ব্লগে পোস্ট করুন। অপেক্ষায় রইলাম। ধন্যবাদ দাদা।
Thanxs a lot Sagoto bhai.
thank u all
Post a Comment