Happy new year guys. Wish all the visitors a prosperous new year. You must be thinking there's something wrong in the title, but its not!..& I have the proof. না, ভুল কিছু নেই..ভাবছেন কি করে সম্ভব? বেশ, তাহলে নিজের চোখেই দেখে নিন:
ওপরের ছবিতে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে, এখানে দেখানো হয়েছে যে হাঁদা ও ভোঁদা দুই বন্ধু! কিন্তু আসলে তা সম্ভব নয়, কারণ তাদের পিসেমশাই একজনই! এছাড়া..
এই ভুলটা আগে কেউ কোনদিন লক্ষ্য করেছে কিনা জানি না..তবে এটা পাঠকদের তো বটেই, নারায়ণবাবুরও চোখ এড়িয়ে গেছিলো!বলুন তো ভুলটা কোথায় ? আমরা সবাই জানি যে,কৌশিক সাধারণত তার লৌহ/ইস্পাত মুষ্টি ব্যবহার করে, এখানে লেখাও আছে তাই, অথচ ছবিতে আছে একটা সাধারণ হাত,ইস্পাত/লোহার নয়!আপাতত এই দুটি "ভুল" আমার চোখে ধরা পড়েছে।
Updated: নিজের ভুল নিজেই সংশোধন করলাম। কৌশিকের হাতটি "দস্তানা " দিয়ে ঢাকা! এজন্য পাঠকদের কাছে ক্ষমা চাইছি।
এবার আসি বাহাদুর বেড়ালের প্রসঙ্গে। এর আগে যেবার বাহাদুর বেড়ালকে নিয়ে আলোচনা করেছিলাম,সেবার বেশ কিছু প্রশ্ন রয়ে গেছিল।যেমন বাহাদুর বেড়াল কবে প্রথম প্রকাশিত হয়, কবে শেষ ইত্যাদি।প্রথম প্রকাশ হলো ফাল্গুন ১৩৮৯(February 1982),অনেকেই জানেন(যারা ইন্দ্রদা'র ব্লগের নিয়মিত পাঠক তারা তো বটেই, তার জন্য ইন্দ্রদাকে ধন্যবাদ)
সেবারে বেশ কিছু অপ্রকাশিত বাহাদুর বেড়াল দিয়েছিলাম, যার মধে দুটি ছিল repeated/duplicate story. এবারে আরও কিছু বাহাদুর বেড়াল পেয়েছি, যেগুনো অপ্রকাশিত রয়ে গেছে লালমাটি প্রকাশন থেকে। আগেরবারের file -এর সঙ্গে এগুনো মিশিয়ে reupload করলাম, আশা করি এতে পাঠকদের সুবিধেই হবে। এগুনোর মধে এরকম কিছু গল্প আছে, যেগুনো duplicate(r সাল বলে উল্লেখ করা আছে, r=repeat ),original গুলো প্রকাশিত; আবার কিছু আছে যার original/duplicate কোনো version ই প্রকাশিত হয়নি!(সেক্ষেত্রে originalকে o এবং repeatedকে r বলে উল্লেখ করা আছে)..একটা-দুটো উদাহরণ দেখলেই বুঝতে পারবেন.
download unpublished Bahadur Beral(updated till 04-01-2014): 31 years of Bahadur-Beral
হ্যা, বাহাদুর বেড়ালের বয়স ৩১ বছর পেরিয়ে গেছে..এবং সামনের ফাল্গুন মাসে বাহাদুর ৩২ বছরে পড়বে। দেখে কখনো মনে হয়?
ভুল বললাম, নারায়ণ দেবনাথ এবং তার সৃষ্ট চরিত্রের বোধহয় বয়স হয় না!
ইন্দ্রজাল ও পোস্টার অন্য দিনের জন্য তোলা রইলো।
ওপরের ছবিতে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে, এখানে দেখানো হয়েছে যে হাঁদা ও ভোঁদা দুই বন্ধু! কিন্তু আসলে তা সম্ভব নয়, কারণ তাদের পিসেমশাই একজনই! এছাড়া..
এই ভুলটা আগে কেউ কোনদিন লক্ষ্য করেছে কিনা জানি না..তবে এটা পাঠকদের তো বটেই, নারায়ণবাবুরও চোখ এড়িয়ে গেছিলো!বলুন তো ভুলটা কোথায় ? আমরা সবাই জানি যে,কৌশিক সাধারণত তার লৌহ/ইস্পাত মুষ্টি ব্যবহার করে, এখানে লেখাও আছে তাই, অথচ ছবিতে আছে একটা সাধারণ হাত,ইস্পাত/লোহার নয়!আপাতত এই দুটি "ভুল" আমার চোখে ধরা পড়েছে।
Updated: নিজের ভুল নিজেই সংশোধন করলাম। কৌশিকের হাতটি "দস্তানা " দিয়ে ঢাকা! এজন্য পাঠকদের কাছে ক্ষমা চাইছি।
এবার আসি বাহাদুর বেড়ালের প্রসঙ্গে। এর আগে যেবার বাহাদুর বেড়ালকে নিয়ে আলোচনা করেছিলাম,সেবার বেশ কিছু প্রশ্ন রয়ে গেছিল।যেমন বাহাদুর বেড়াল কবে প্রথম প্রকাশিত হয়, কবে শেষ ইত্যাদি।প্রথম প্রকাশ হলো ফাল্গুন ১৩৮৯(February 1982),অনেকেই জানেন(যারা ইন্দ্রদা'র ব্লগের নিয়মিত পাঠক তারা তো বটেই, তার জন্য ইন্দ্রদাকে ধন্যবাদ)
সেবারে বেশ কিছু অপ্রকাশিত বাহাদুর বেড়াল দিয়েছিলাম, যার মধে দুটি ছিল repeated/duplicate story. এবারে আরও কিছু বাহাদুর বেড়াল পেয়েছি, যেগুনো অপ্রকাশিত রয়ে গেছে লালমাটি প্রকাশন থেকে। আগেরবারের file -এর সঙ্গে এগুনো মিশিয়ে reupload করলাম, আশা করি এতে পাঠকদের সুবিধেই হবে। এগুনোর মধে এরকম কিছু গল্প আছে, যেগুনো duplicate(r সাল বলে উল্লেখ করা আছে, r=repeat ),original গুলো প্রকাশিত; আবার কিছু আছে যার original/duplicate কোনো version ই প্রকাশিত হয়নি!(সেক্ষেত্রে originalকে o এবং repeatedকে r বলে উল্লেখ করা আছে)..একটা-দুটো উদাহরণ দেখলেই বুঝতে পারবেন.
original(o) repeat(r)
r ১৩৯৯(মাঘ),original প্রকাশিত
o ১৩৯৭ |
r ১৩৯৭(উভয় অপ্রকাশিত) |
হ্যা, বাহাদুর বেড়ালের বয়স ৩১ বছর পেরিয়ে গেছে..এবং সামনের ফাল্গুন মাসে বাহাদুর ৩২ বছরে পড়বে। দেখে কখনো মনে হয়?
ভুল বললাম, নারায়ণ দেবনাথ এবং তার সৃষ্ট চরিত্রের বোধহয় বয়স হয় না!
ইন্দ্রজাল ও পোস্টার অন্য দিনের জন্য তোলা রইলো।
23 comments:
Handa-Bhaonda obossoi frnds and not sibling(sahodor) but frnds can be cousins(tuto) and they can have 'same' Pise...just think abt it!! but yes ND never cleared it!
Abt Kaushik,you have misjudged the art.Look closely,he wore a glove i.e. his iron-wrist is 'covered' and so it wasn't an ordinary arm!U can see a glimpse of iron-hand beneath the glove!!
অনেক ধন্যবাদ বন্ধু এতগুলি বাহাদুর বেড়াল পোস্ট করার জন্যে, তবে এর মধ্যে কিছু লালমাটি/দেব সাহিত্যের বাহাদুর বেড়াল সমগ্রে রয়েছে :-)
পূঃ: হাঁদা ভোঁদার সম্পর্কে হোজোর সাথে আমি একমত...আর হাঁদার বাবার উল্লেখ/উপস্থিতি আরো বেশ কিছু কমিকসে দেখা গেছে (২/৩/৭ খন্ডে)~
হাঁদা ভোঁদার বাবাকে অনেক গল্পেই দেখা গাছে, এটা প্রথম দিকে,পরে ওদের বন্ধু বলে দেখান নারায়ণ বাবু।
@Hojo: tomar kotha ta thik, tobe Handa-Bhonda nijer bhai bolei jantaam,not cousin brothers! The original owner of Handa-bhonda is Pratul Chandra Bandopadhay, not Narayan Debnath. Charitro duto eki, kintu uni notun method e,sref chariter much palte suru koren. Tumi tar aaka Handa-Bhonda podecho, tader baba kintu ekjon-e!
R speaking of kaushik, ami ekmot hote parchi na. okhane kono "glove" ache bole amar chokhe to dhora porche na!
@suku & @Indrada: Handa'r baba k dekha geche kina thik mone korte parchi na. Jodi ami mistake kore thaki, tahole update kore nebo. Hojo'r mote kaushik haate glove porechilo..tomadero ki tai bole mone hoy?
@hojo: I mean to say *much noy, mukh"& "podecho noy,podecho kina jani na!" Handa-Bhonda naam ta onar dewa noi!
u always back with a bang
thanks fr d BAHADUR BERAL
waiting fr d next
কৌশিকের ডান হাতে তো গ্লাভস দেখতে পাচ্ছি :)
কেউ কি ইংরেজি কমিক্স courageous cat পরেছ ? বাহাদুর বেড়াল সম্ভবত এরই অনুপ্রেরণাতেই লেখা। google এ সার্চ দিলে ছবির মিল দেখত পাবে।
সুমনবাবুকে জানাই, বাহাদুর বেড়াল হোলো korky the cat এর থেকে "অনুপ্রানিত"...যেমন বাঁটুল হোলো desperate dan এর থেকে|
Kaushik er dostanar aral e ki tar ispat musti karo chokh e pore ni?
@suman: apni bodhdhoy ms er post ta miss kore gechen, jekhane corky the cat & desperate dan er kotha bola ache..ektu khujlei paben..
@hojo: tomar songe onekei dekhchi ekmot! tobe gloves ta Jodi human skin-colour er hoy, tahole amar kichu bolar nei!..hyan, eta swikar korte badhyo hocchi je okhane ekta "blackish part" ache, jeta louhomusti holeo hote pare..sekhetre mone hoy "dostana porihito louhomusti" bolle khoti hoto na, pathokdero eta niye confusion hoto na..
@suku & @dipankar babu: gloves ta bola uchit chilo..sobar chokhe oi jinista nao podte pare, sekhetre dostana porihito bolle khoti ki?
@ranjanbabu: onek dhoynobaad..
@all: sobai k janiye rakhi je suku & indrada ekta byapare thik, handa'r baba ke ro kichu golpe dekha geche, eta amar kheyal chilo na..r Pratul Banerjee'r kothai oder karor ma-baba nei, ora dujon pisemosaier kache manush.. ae proshogunor jabaotiyo uttar niye ekta post korbo..r timely ae post tao updated kora hobe!
@Walker: Kaushik-er dostana & tar niche black-hand to khali chokhei dekhai jacche!
Anyway,somehow you missed that...So plz update your blog as it wrongly indicates that Narayan babu did a mistake which is not!
@hojo: khali chokhe dekha jacche seta thik,but byaparta bhalo kore na dekhle kintu chokhei podbe na!..ami setai bolte chaichi..& the gloves colour is "human skin-colour"!..kokhono dekhecho?..thik ache, post ta update kore debo..
Amar mone hochhe Koushik gloves poreche. Wrist-er kachhe dekhle bojha jabe.
Eta niye alochona dekhe bojha jay amra ekhono vibrant.
@pradip babu: ami amar bhul swikar kore niyechi..post ta update korechi 2 din holo..eta niye r notun kore alochonar kichu nei.
@ Mr. Walker : Ami kintu criticism korte chai ni. Apander utsaha ebong research khub bhalo legeche bole amar view-ta janiyechi. Kono rakam aghat kore thakle marjana korben.
@pradip babu: besh koyekdin baade mail ta dekhlam..ami apnake thik oi orthe kothaguno bolini..emni bloechilam, karon post update korar por updated part ta oneksamoy pathokder chokh eriye jai..
@Mr. Walker : Apnar kaj-ta khub bhalo lagche. Amra jara comics-lover tader janya khub interesting. Onek onek dhnyabad.
Post a Comment