Monday, November 26, 2018

বেতাল- পৃথিবীর রক্ষক( S139- How Phantom Saved the Earth)

ফেসবুকের কিছু জটিলতার জন্য আমার পুরোনো ব্লগ THE RETURN OF INDRAJAL COMICS!!! কে একটা নতুন ঠিকানা দিতে বাধ্য হলাম, জন্ম নিলো "বাংলা কমিক্সের আড্ডাঘর"(http://vintagebengalicomics.blogspot.in) .তবে সব পাঠকদের আস্বস্ত করতে পারি, আমার পুরোনো ব্লগের সব পোস্ট এখানেই পাবেন। যেমন ছিল তেমন। ব্লগের ঠিকানা বা নাম কোনওটাই না পাল্টাতে চাইলেও উপায় ছিল না, কারণ যারা আমার ব্লগের পুরোনো পাঠক তারা জানেন মাঝে আমার ব্লগে বছর দুয়েক কোনো পোস্ট ছিল না। ফলে আমার ব্লগের দর্শক সংখ্যা কমে যায় অনেক। চেষ্টা করেছিলাম আগের মতন দর্শক পাওয়ার, ফেসবুকের জন্য তা কিছুটা সম্ভবও হয়েছিল। আবার ফেসবুকের জন্যই ব্লগের ঠিকানা পাল্টে ফেলতে হলো, কারণ ব্লগের লিংক আমি শেয়ার করতে পারছিলাম না। সঠিক কারণ আজও জানতে পারিনি, ইন্টারনেটে দেখলাম আমার মতন অনেকেরই এরকম সমস্যা হয়েছে, তারাও ঠিক solution পাননি, আবার কেউ বা হয়তো পেয়েছেন। শেষের দিকে আমার ব্লগের দর্শকসংখ্যা একদম তলানিতে এসে ঠেকেছিল(গড়ে ৫০০ থেকে কমে ১৫০). তাই অগত্যা এটা করলাম। পুরোনো ব্লগে আপাতত পোস্ট বন্ধ, তবে ব্লগ খোলা আছে এবং তার নতুন ঠিকানাও দেওয়া আছে সেখানে।

যাই হোক, আসি মূল পোস্টে। আজ দর্শকবন্ধুদের শোনাবো মজদাদুর কথায় দুই গল্প, প্রথম গল্পটি কিছু বন্ধু আগে হয়তো পড়েছেন, দ্বিতীয়টি অনেকেরই হয়তো পড়া নয়।


 এই গল্পে অগ্নি, জল, এবং বায়ু দেবতা পৃথিবীকে ধ্বংস করতে চান।  কেন?



কিন্তু পৃথিবীর দেবী তা চাইলেন না। তিনি মনে করলেন মানুষের মধ্যে এখনো কিছু ভালো আছে।


ভালোর যাচাই করার জন্য বেতালকে বেছে নেওয়া হলো। একে একে তার পরীক্ষা নিলেন সব দেব-দেবীরাই।


বেতাল কি পারলো এই দেবতাদের বিচিত্র সব পরীক্ষায় উত্তীর্ণ হতে? সেকি পারবে পৃথিবীকে বাঁচাতে?
পড়ুন বেতাল- পৃথিবীর রক্ষক( S139- How Phantom Saved the Earth)

বেতালের এই গল্পটি বাচ্চাদের গল্পের মতন করে বলা হলেও এর মধ্যে যে রূঢ় বাস্তব লুকিয়ে আছে, তা আমরা সবাই বুঝতে পারছি। লি ফক কত বছর আগে সেই জিনিস উপলব্ধি করতে পেরেছিলেন। গল্পটি ছোটবেলায় আমার মতন যারা পড়েছিলেন, তারাও হয়তো বুঝতে পারেননি এই গল্পের আড়ালে বাস্তবতার ছোঁয়া। তবে আজ নিশ্চয় পারবেন।

ডাউনলোড ফাইলের ভিতরে সুন্দর এই ছবিটি পাবেন


ছবিটি একটি বিদেশী ফ্যান্টমের কমিক্স থেকে নেওয়া। মূল ছবিটি ছিল সাদা-কালো, পরে রঙিন করেছি আমি নিজে। ক্যালিগ্রাফি- পার্থ অরণ্যদেব মুখার্জী (http://onubadcomic.blogspot.com/)
সম্পূর্ণ অবাণিজ্যিকভাবে এই প্রচ্ছদটি করা।

কেমন লাগলো জানাতে ভুলবেন না। পরের পোস্টে আবার হাজির হব "রোভার্সের রয়" কে নিয়ে। 

Tuesday, November 6, 2018

DIWALI SPECIAL 2018(01)- A TRIBUTE TO THE LEGEND- MAYUKH CHOUDHURY

গত অক্টোবর মাসের ৩০ তারিখ আমি আর ইন্দ্রনাথ দা আলোচনা করছিলাম ব্লগে কি দেওয়া যায়। ঐদিন ১৯৯৬ সালে ময়ূখ চৌধুরী আমাদের সকলকেই প্রায় না জানিয়ে চলে যান। সময়ের অভাবে আমি ঠিক পোস্ট করে উঠতে পারিনি। এছাড়াও ইচ্ছে ছিল ময়ূখ চৌধুরীর কমিক্স "পদক্ষেপ" দেওয়ার। কিন্তু কিশোর ভারতীতে ধারাবাহিক ভাবে প্রকাশিত ঐ কমিক্সের মাত্র একটি সংখ্যা আমার কাছে না থাকার জন্য এই মুহূর্তে সেটি দিতে পারছি না।  তাই আপাতত ময়ূখ চৌধুরীর যে কটি কমিক্স আমার স্ক্যান করা রয়েছে, সেগুলোই ব্লগে দিলাম।

ময়ূখ চৌধুরী তার দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে(১৯৬২-১৯৯৩/৯৪) ৭০টিরও বেশি কমিক্স, হাজারেরও বেশি অলঙ্করণ(নিজের এবং অন্যান্য লেখকের গল্পে ) করেছেন। কিছু প্রবন্ধ এবং ২টি কবিতাও লিখেছিলেন। গল্প এবং কমিক্স দু-ক্ষেত্রেই তিনি ব্যবহার করতেন dramatic narration, বিশেষত অ্যাকশনধর্মী ঘটনার ক্ষেত্রে ওনার সেই সংলাপ এবং তার সঙ্গে গতিময় ছবির দৃশ্য- এ জুড়ীর মেলা ভার। হাতের লেখাও ছিল খুব সুন্দর, এবং অসামান্য ক্যালিগ্রাফিক নামাঙ্কন করতে পারতেন। তার সব কমিক্সই এখন বই আকারে পাওয়া যাচ্ছে লালমাটির কমিক্স সমগ্রে (যদিও কিছু কমিক্স রচনাসমগ্রে রাখা হয়েছে) ।
অধিকাংশ কমিক্সের সংকলন ও সম্পাদনা করেছিল শান্তনু দা( শান্তনু ঘোষ), যার গবেষণাধর্মী লেখা পরে আমার অতন্ত্য কৌতূহলের সৃষ্টি হয়। সেই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন বিষয় কার্টুন পত্রিকার সম্পাদক বিশ্বদেব গঙ্গোপাধ্যায় এবং আরও অনেকে। তাই ময়ূখ চৌধুরী নিয়ে যে কেউ পড়াশোনা করতে চাইলে তার কাছে এই বইটি থাকা অতি আবশ্যক। বই তো বটেই, ইন্দ্রনাথদার সৌজন্যে ব্লগেও ময়ূখ চৌধুরীর ২৬টি কমিক্স চলে এসেছে। আমার এবং ইন্দ্রদার সংকলনে ও শান্তনুদার সম্পাদনায় বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে ময়ূখ চৌধুরীর দুটি কমিক্সের বই, একটি গল্পের বই, এবং একটি শিকার গল্প সংকলন(ময়ূখ চৌধুরী অলংকৃত)।


বুক ফার্ম থেকে বই আকারে ময়ূখ চৌধুরীর নিচের কমিক্সগুলি পাওয়া যাচ্ছে:

(১) রহস্য গোয়েন্দা গ্রাফিক নভেল- গুপ্তধনের সন্ধানে
(২) দুর্ধর্ষ কমিক্স:আছে- ঋণশোধ, পেক্কা, মবগো, বনবাসী বন্ধু, ফাঁদ, চফু-মায়া, সাক্ষী ছিল চাঁদ, দ্বৈরথ(অরণ্যগর্ভে ও সমুদ্রবক্ষে)

ইন্দ্রনাথদার ব্লগে আপাতত যেগুলো পাওয়া যাচ্ছে:

  • খাপে ঢাকা তরবার ও রক্তমাখা চাঁদ 
  • মৃত্যুহীন প্রাণ 
  • অন্ধ মাকড়সা
  • রক্তাক্ত মানচিত্র 
  • রূপকথা নয় 
  • দুরন্ত কাহিনী 
  • আগন্তুক 
  • আমি আগন্তুক 
  • রবিনহুড(কালো সাপ ও বিভ্রান্ত রবিনহুড) 
  • জলদস্যুর কবলে রবিনহুড 
  • বুদ্ধির যুদ্ধে রবিনহুড 
  • নায়ক যখন রবিনহুড(শেরউড বনের অতিথি ও শেরউড বনে গুপ্তচর)
  • রামধনুর সন্ধানে 
  • বন্ধু 
  • মুক্তি পেলো রতনলাল 
  • ইতিহাসে পলাতক(পলাতক বই থেকে)
  • প্রান্তরে মৃত্যুর হানা(নরকের প্রহরী বই থেকে)
এছাড়া রোমাঞ্চকর কমিক্স ও এডভেঞ্চার কমিক্স(সংকলন গ্রন্থ) পাবেন ইন্দ্রদার ব্লগে। ইতিহাসে অস্ত্র সিরিজও দেওয়া আছে, কিন্তু আমার মতে ইতিহাসে অস্ত্র ঠিক কমিক্সের পর্যায়ে পরে না। এটিকে শুধু ছবিতে গল্প  বা ছবিতে ইতিহাস বললে ভালো হয়, কারণ এখানে ছবির সাহায্যে ঠিক ঘটনাক্রম বোঝানো হচ্ছে না।

প্রসঙ্গত জানাই, ইতিহাসে পলাতক প্রথমে প্রকাশিত হয় সন্দেশে ১৩৮২তে, ৮টি কমিক্স নিয়ে। পলাতক বইটির প্রথম সংস্করণে(নির্মল কর্তৃক ১৩৮৩/৮৪ তে ) ৮টি কমিক্সই ছিল, পরের সংস্করণগুলিতে কোনো কারণে শেষের কমিক্সটি বাদ পরে যায়, অর্থাৎ ৮টি কমিক্সের জায়গায় ৭টি কমিক্স। এখানে সেই মিসিং দু'পাতার ইতিহাসে পলাতকের কমিক্সটি দিলাম:



ময়ূখ চৌধুরীর "আমি আগন্তুক" কমিক্সটির sequel হল "বৈশাখী পূর্ণিমা রাতে"। চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে ময়ূখের আরও দুটি কমিক্স "ছদ্মবেশী" এবং "রাজকুমারের অসি"।




পড়ুন বৈশাখী পূর্ণিমা রাতেছদ্মবেশীরাজকুমারের অসি 

ময়ূখ চৌধুরীর বঙ্গদেশের রঙ্গ কমিক্সটি সব পাঠকই পছন্দ করেন:

পড়ুন বঙ্গদেশের রঙ্গ 

এছাড়াও রইলো কিশোর ভারতীতে প্রকাশিত ময়ূখ চৌধুরীর টানটান উত্তেজনাময় কমিক্স:


পড়ুন শিকার

না, এতেই শেষ নয়... 


পড়ুন নায়কের মৃত্যু নেই 

সকল দর্শকবন্ধুকে জানাই কালীপুজো ও দীপাবলির অনেক শুভেচ্ছা। সবে পটকা ফাটানো শুরু...কাল আরও ফাটাবো।

বিঃদ্রঃ লালমাটি রচনাসমগ্র ৩ এ পাবেন অধ্যাপক ত্রিবেদী সিরিজের সব কটি কমিক্স এবং অপরাধী কে সিরিজের ৯টি কমিক্স। পুরোনো বন্ধু সাগ্নিক ঘোষের ব্লগ dara indrajal (THE LOST WORLD) এ পাবেন শয়তানের দ্বীপ কমিক্সটি তিন ভাষায়(বাংলা, ইংরেজি এবং পর্তুগিজ ভাষায়) । স্মারক এবং যাত্রী খুব শীঘ্র ইন্দ্রদা ব্লগে দেবে আশা রাখি।


Tuesday, October 16, 2018

SUBHO MAHASAPTAMI 2018; PHANTOM STRIP- "TIGER, TIGER!"

বন্ধুরা, শেষ পোস্টের পর আমার ফেবু পেজে একটি বিশেষ কমিক্সের প্রচ্ছদ দিয়েছিলাম।  বলেছিলাম দেব, অনেকেই হয়তো সেই পোস্টটা দেখেছেন:


এটা দেখে সবাই নিশ্চয় ভাবছেন, এটা কি করে সম্ভব? ইন্দ্রজাল কমিক্সের কোনওদিন সংখ্যা ১০১ ও ১০২ তো প্রকাশিত হয়নি(industrial strike এর জন্য). তাহলে এই বইটা এলো কোত্থেকে?

উত্তরটা খুব সহজ... না, আমি কোনো অপ্রকাশিত সংখ্যা পাইনি। এই প্রচ্ছদটা বহু বছর আগে আমি নিজে হাতে(PS এ) বানিয়েছিলাম, একটি বিদেশী কমিক্স(FREW) থেকে, বাদ বাকি ইন্দ্রজালের নামকরণ ও সংখ্যা ছিল আমারই বানানো। এই সেই আসল প্রচ্ছদ:


SY BARRYর আঁকা এই কমিক্সটি ছোটবেলায় আনন্দমেলায় পড়েছিলাম। তখন এই কমিক্সগুলির কোনো নাম আনন্দমেলায় দেওয়া হতো না। তাই আমি নিজেই নামকরণ করতাম... ছোটবেলার মজা, বোঝার সুবিধের জন্য। এই গল্পের নাম দিয়েছিলাম "ভূতুড়ে বাঘ রাজা". এর আগের বেঁটে বেতালের গল্পটার নাম দিয়েছিলাম "খর্বাকৃতি অরণ্যদেব".

পরবর্তীকালে বুঝলাম অনেক স্ট্রিপের নামই দেওয়া থাকতো গল্পের একদম ১ম পৃষ্ঠার(মানে 1st strip এর) কর্নারে, নিচের দিকে। তাই এই গল্পের নাম বাংলায় ধরা যেতে পারে: "বাঘ, বাঘ"!



এই গল্পের প্রধান আকর্ষণ হল অনেকগুলি বাঘ এবং এরা সবাই "ভূতুড়ে বাঘ রাজা"র পোষা।


বেতালকে অতগুলো বাঘ মুখে করে ধরে নিয়ে চলে গেলো, তারপর কি হল বেতালের? এই বাঘ গুলোই বা ভূতুড়ে কেন? আর কে সেই ভূতুড়ে বাঘ রাজা?

এই সব প্রশ্নের উত্তর পাবেন এইখানে:
  ভূতুড়ে বাঘ রাজা(s138, বাঘ, বাঘ!)

সকল দর্শক বন্ধুদের জানাই শুভ মহাসপ্তমী।  বেতাল পড়ুন এবং আনন্দে পুজো কাটান।

পুজোর পর আবার ফিরবো..

Wednesday, August 15, 2018

HAPPY INDEPENDENCE DAY 2018; ROVERSER ROY 1989

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই সকলকে।

গতবারের(১৯৮৮ সালের) রোভার্সের রয় তে আপনারা দেখেছিলেন যে রয়কে কেউ গুলি করেছিল।রয় হাসপাতালে ভর্তি ছিল অজ্ঞান অবস্থায়, ডাক্তাররা চেষ্টা করেন যাতে সমর্থকদের জয়ধ্বনি তে রয়ের জ্ঞান ফেরে..


রয় সুস্থ হয়ে মাঠে আসে পরের ম্যাচে সতীর্থদের খেলা দেখতে। কিন্তু রয়ের জন্য অপেক্ষা করছিলো এক অভিনব চমক...


কিন্তু দুঃখের বিষয় এই যে "রয়ের ছেলেরা"এতটাই আনন্দিত হয়ে পড়লো যে তারা ডিভিশনে পিছিয়ে থাকা এক দলের কাছে বোকার মতন হেরে গেলো!! অনেকটা এই বছর বিশ্বকাপ ফুটবলের অঘটনের মতন..


কিন্তু কে সেই আততায়ী?.. যে রয়কে মারার চেষ্টা করেছিল?

রয় নিজেই তাকে ধরে ফেলে...


রয় তো মাঠে ফিরে এলো, কিন্তু রয়ের সমস্যার এখনো শেষ নেই..



এইরকম "দূর থেকে শট করে বল সোজা জালে".. ঘটনা অনেক বছর আগে বিশ্বকাপে দেখেছিলাম..


দলে আবার প্রবেশ করলো ভিক গাথরি, রয়কে মারার জন্য শুধু শুধু সন্ধেহভাজনদের তালিকায় সে ছিল।


রয়ের দল এরপর এক প্রদর্শনী ম্যাচ খেলতে যায়।  কিন্তু সেই ম্যাচ খেলতে গিয়ে দলের বেশ কয়েকজন আহত হয়, এমনকি রয় নিজেও।



তারপর কি হল? পড়ুন সম্পূর্ণ রোভার্সের রয় ১৯৮৯

ধুলোখেলা ব্লগকে আরও একবার ধন্যবাদ, ৬ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর ১৯৮৯ এর রোভার্সের জন্য। ১৮ অক্টোবর ১৯৮৯ এ কোনো আনন্দমেলা প্রকাশিত হয়নি। 

Saturday, June 16, 2018

Unpublished strip: MANDRAKE vs SPEEDY

আজ ব্লগে অনেকদিন পর একটা ম্যানড্রেক দেব, যা ইন্দ্রজালে অপ্রকাশিত থেকে যায়।  ঠিক শেষ কবে ব্লগে ম্যানড্রেক দিয়েছি, তা খেয়াল পড়ছে না।

হ্যাঁ, অপরাধীর নাম স্পিডি.. ইনি প্রকৃত অর্থে একজন বৈজ্ঞানিক, গবেষণা করতে গিয়ে এমন এক pill এর আবিষ্কার করেন যা সাংঘাতিক গতি এনে দিতে পারে যেকোনো প্রাণীর মধ্যে...


কিন্তু কপাল...স্পিডি জড়িয়ে পড়লো বেশ কিছু অপরাধের সঙ্গে...


ম্যানড্রেক, লোথার আর পুলিশ প্রধান... এরা কি পারবে দুরন্ত স্পিডিকে আটকাতে?


জানার জন্য পড়ুন ম্যানড্রেক ও স্পিডি  (S175 - SPEEDY, ABP NEWSPAPER 1998)

প্রসঙ্গত জানাই যে তখন আনন্দবাজার পত্রিকায় sunday স্ট্রিপ ম্যানড্রেক দেওয়া হতো, অর্থাৎ প্রত্যেক রবিবার করে বেরোতো। কিন্তু মূল color version ছাপা হতো না।

এই স্ট্রিপটি ব্লগে সবাই যাতে পড়তে পারে সে জন্য সৌরভ ভাদুড়ীদা xerox এর ব্যবস্থা করেছিলেন। ওনার সংগ্রহে এরকম বেশ কিছু স্ট্রিপ আছে.. অনেক ধন্যবাদ দাদা।

যাক, কথা কিছুটা রাখতে পেরেছি, কি বলেন বন্ধুরা? 

Tuesday, June 12, 2018

FIFA WORLD CUP 2018: COUNTDOWN BEGINS; STORY OF THE 9TH(DWARF) PHANTOM IN BENGALI

কেমন আছেন বন্ধুরা? আবার একমাস পর আমি হাজির... আপনাদের জন্য পুরোনো কমিক্সের ভান্ডার নিয়ে।ইতিমধ্যে রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮'র প্রস্তুতি পর্বের ম্যাচ শুরু হয়ে গেছে। আর ২দিন বাদেই আরম্ভ হবে মূলপর্বের খেলা।
আপনি কোন টিমের supporter? কলকাতাবাসী বেশিরভাগ লোকেরই উত্তর হবে ব্রাজিল। আমাদের দেশ ভারত কোনদিন কবে খেলবে জানি না, কিন্তু বাঙালির প্রথম থেকেই ব্রাজিলের প্রতি আলাদা একটা ভালোবাসা রয়ে গেছে।.. আর এই প্রশ্নের আমার কাছেও উত্তর ব্রাজিল। সম্প্রতি ভারত ফুটবলে উন্নতি করছে দেখে ভালো লাগছে। তবে ধারাবাহিকতা বজায় না রাখতে পারলে কোনো দেশ বা খেলোয়াড় বেশিদিন টিকে থাকতে পারে না, ইতিহাস তার সাক্ষী।

আর কমিক্সে? অবশ্যই মেলচেস্টার রোভার্স।কি তাই তো?

কিন্তু.. যদি কোনো দলে আমাদের আর এক প্রিয় চরিত্র বেতাল ফুটবল খেলতো, তাহলে কেমন হতো সেই খেলা? না.. যতদূর জানি, বেতালের বংশে কোনোদিন কেউ ফুটবল খেলেনি... খেললে তা হতো ব্যতিক্রমী ঘটনা...রেক্স খেলেছে বলেও মনে পরে না.. তবে অরণ্য অলিম্পিকে নানা ধরনের খেলা হতো, বেতাল নিজেও সেই প্রতিযোগিতায় অংশ নিত।

বেতালের বংশে সাধারণত সবাই খুব লম্বা হয়, কিন্তু একজন ব্যতিক্রম.. নবম বেতাল।


অনেক বন্ধুই অনেকদিন ধরে এই বেঁটে বেতালের গল্প চেয়ে আসছেন, কারণ অনেকেই হয়তো তার ছোটবেলাতে আনন্দমেলায় এই গল্পটি পড়েছিলেন।আমার স্ট্রিপ কেটে রেখে দেওয়ার অভ্যাস বহুদিনের, এইরকম বেশ কিছু স্ট্রিপ নিজে ছোটবেলায় কেটেছিলাম। কিছু গল্প সম্পূর্ণ আছে, আর কিছু নেই.. সেগুলো আশা করি পরে কখনো পাবো।

প্রসঙ্গত, এই গল্পটি আনন্দমেলায় এবং ডায়মন্ড কমিক্স সংখ্যা ৬১ ও ৬২ তে প্রকাশিত হয়। ইন্দ্রজালে অপ্রকাশিত।
বেতালের আলাদা করে বাংলায় মোট সর্বোপরি কটি গল্প প্রকাশিত হয় তা নিয়ে এক দীর্ঘ তালিকা বানানো হচ্ছে। তালিকার মধ্যে ইন্দ্রজাল, ডায়মন্ড কমিক্স, আনন্দবাজার প্রকাশন প্রভৃতি সমস্ত প্রকাশক রাখা হয়েছে.. এর কারণ ইন্দ্রজালের বেশ কিছু গল্প যেমন অন্য প্রকাশনী সংস্থা থেকে বেরোয়নি, আবার ডায়মন্ড কমিক্স বা আনন্দমেলার বেশ কিছু গল্প ইন্দ্রজালে অপ্রকাশিত থেকে যায়, বিশেষত ইন্দ্রজাল ১৯৯০ সালে বন্ধ হয়ে যাওয়ার জন্য। আবার এমন বেশ কিছু গল্প আছে যা একাধিক প্রকাশনী সংস্থা থেকেই বেরিয়েছে।

মাঝে ইন্দ্রনাথদা অরণ্যদেব ও ঐতিহাসিক পোস্ট করেছিল আনন্দমেলা পূজাবার্ষিকী থেকে। কিন্তু যারা দীর্ঘদিন ব্লগের নিয়মিত দর্শক, তারা জানেন আমি ঐ কমিক্সটি কয়েকবছর আগে ব্লগে দিয়েছিলাম।


এই গল্পটি The Master spy(শিল্পী Wilson Mccoy) গল্পের adaptation(GOLD KEY COMICS- THE HISTORIAN; শিল্পী Bill Lignante). ইন্দ্রজালে এটি প্রথম বেরোয় সংখ্যা ১৫(বাংলায় অপ্রকাশিত) . পরে সংখ্যাটি রিপ্রিন্ট করা হয় বাংলা সংখ্যা ২৭৫ এ(ডেনকালীর রহস্য). আমি ব্লগে দেওয়ার সময় মুল প্রচ্ছদটি রেখে ভেতরে gold key কমিক্সটি দিয়েছিলাম(আনন্দমেলায় অনুবাদ করা). ইন্দ্রনাথদা কে সম্মান করেই বলছি, ইন্দ্রদা আবার কমিক্সটি পোস্ট করায় আরও কিছু পাঠক এটি আবার পড়ার সুযোগ পেলো। আমি জানি ইন্দ্রদা আমার এই পোস্টটি খেয়াল করেনি।

Adaptation নিয়ে এর আগেও ব্লগে পোস্ট করেছিলাম। এখানে দেখতে পারেন: http://walkerindrajal.blogspot.com/2015/07/phantom-adaptations.html

আবার ইন্দ্রজাল সংখ্যা ৫৪'র গল্পটির সঙ্গেও এর বেশ কিছু মিল আছে। তবে গল্পের থিম বা বিষয়বস্ত্ত একই হলেও গল্প দুটি আলাদা। কিন্তু ঐতিহাসিক এবং ডেনকালির রহস্য গল্প দুটি প্রায় এক, শুধুমাত্র ঘটনা বা চরিত্রগুলি একটু আলাদা।





তাহলে এবার চটপট পরে ফেলুন বেঁটে বেতাল, নবম অরণ্যদেব এর কথা  (s137- The Fourth Sonআনন্দমেলা ৩মার্চ ১৯৯৩- ৫জানুয়ারী ১৯৯৪)




১৫অগাস্ট ১৯৯৩ এ প্রকাশিত এই পৃষ্ঠার জন্য ধুলোখেলাকে ধন্যবাদ জানাই। না হলে অনেক আগেই এই কমিক্সটা ব্লগে দিতাম। দুর্ভাগ্যবশত ঐ একটি পাতা আমার সংগ্রহ থেকে হারিয়ে যায়।










পরের পোস্ট এ আসছে: ইন্দ্রজালে অপ্রকাশিত ম্যানড্রেক!
এবং তারপর...আপনাদের বহু আকাঙ্ক্ষিত রোভার্সের রয়.. সঙ্গে অন্যান্য আরও কমিক্স...


বিশ্বকাপ উপলক্ষ্যে আমি পরপর পোস্ট করে যাবো...অন্তত তাই ইচ্ছে আছে। 

Tuesday, April 10, 2018

শুভ নববর্ষ ১৪২৫... গুলিবিদ্ধ রয়!! & BATMAN COMIC STRIP IN BENGALI

আজ থেকে চার বছর আগে ব্লগে প্রথমবার দিয়েছিলাম রোভার্সের রয়। উপলক্ষ্য ছিল ২০১৪ বিশ্বকাপ ফুটবল। আর কয়েকমাস বাদেই শুরু হতে চলেছে রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮। যতদিন যাচ্ছে, রয় এবং তার সহ খেলোয়াড়দের যেন আরও বেশি ভালোবেসে ফেলছি।ব্ল্যাকি গ্রে, মার্ভিন, ভিক, কেনি, চার্লি, এবং অবশ্যই রয় নিজে... কার নাম বাদ দেবো ? সবাই অত্যন্ত প্রতিভাশালী। বাস্তবে এরূপ একটি দল ছিল.. সেই দলের নাম "রিয়াল মাদ্রিদ"। যেখানে রোনাল্ডো,কার্লোস,ফিগো,জিদান,রাউল,বেকহ্যাম সবাই একসঙ্গে খেলতো(এবং চার্লির মতনই ক্ষিপ্র গোলকিপার ক্যাসিয়াস)।

আসা যাক ১৯৮৮ সালের রোভার্সে।ভিক গাথরি তার বদমেজাজের জন্য সাসপেন্ড হয়, দলে সুযোগ পায় তরুণ কেনি লোগান।

এদিকে রয়ের ক্ষ্যাপাটে সমর্থক ট্রেভর, যার জন্য রয় নিজেও বিরক্ত। খেলার মাঠে অনেক ক্ষ্যাপাটে সমর্থক দেখা যায় ঠিকই, কিন্তু ট্রেভর এর মতন না হলেই ভালো... এরকম সমর্থক দেখেছেন কখনো?

  নানারকম ঝামেলার মধ্যে রয় জড়িয়ে যায়..


এতো সব ঝামেলা সত্ত্বেও রয়ের টিম ভালোই খেলছিল.. ২য় ডিভিশনে পরপর আটটা ম্যাচে তারা ছিল অপরাজিত।


কিন্তু রয় জানতো না তার অদৃষ্টে কি লেখা আছে...


রয় এ যাত্রা তো কোনোক্রমে বেঁচে গেলো।
পরের দিন প্র্যাকটিসে ভিকের সঙ্গে দেখা.. সাসপেনশন কাটানোর পর ভিক দলে ঢুকতে চায়, কিন্তু...
ভিক কি রয়কে বল তুলে মারলো?
না, ভাগ্যক্রমে সেখানে ব্ল্যাকি ছিল!



কিন্তু কেউ মনস্থির করেছিল, রয়কে মারবেই... কে সেই আততায়ী?


রয় আহত হয়ে হাসপাতালে ভর্তি...কোচ হিসেবে দলে প্রবেশ করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্যার আলফ...


রয় কি ফিরে আসতে পারবে রোভার্সে ? রোভার্সের সমর্থকদের আওয়াজ শুনে রয়ের কি ঘুম ভাঙবে?


রয় ছাড়া রোভার্স কেমন? পড়ুন টানটান উত্তেজনা ও আবেগে ভরপুর  রোভার্সের রয়  ১৯৮৮

এবার আজকের চমক... আনন্দমেলা ও কমিক ওয়ার্ল্ডের মিলিত ব্যাটম্যান..
" আনন্দমেলা ও কমিক ওয়ার্ল্ডের মিলিত "?? একটু শুনতে অদ্ভুত লাগছে,তাই না?
পাঠকদের অনুরোধ করছি, ব্যাটম্যান পড়ার আগে নিচের video দুটি একটু চোখ বুলিয়ে নেবেন.. আপনাদের উদ্দেশেই করা..যাতে ব্যাটম্যান পড়তে কোনো অসুবিধে না হয়...






পড়ুন বিস্ময় বালক রবিন(আনন্দমেলা ২২.০৫.৯১-১৮.০৯.৯১ ও কমিক ওয়ার্ল্ড সংখ্যা ৮,৯,১০,১১ থেকে একত্রিত)

বন্ধু সুমঙ্গল পন্ডিতকে অনেক ধন্যবাদ কমিক ওয়ার্ল্ড সংখ্যা ১১  ধার দেওয়ার জন্য৷

সবাইকে জানাই নববর্ষের আগাম শুভেচ্ছা।
প্রত্যেক পোস্টে চমক কেমন লাগছে জানার অপেক্ষায় রইলাম।