Tuesday, June 12, 2018

FIFA WORLD CUP 2018: COUNTDOWN BEGINS; STORY OF THE 9TH(DWARF) PHANTOM IN BENGALI

কেমন আছেন বন্ধুরা? আবার একমাস পর আমি হাজির... আপনাদের জন্য পুরোনো কমিক্সের ভান্ডার নিয়ে।ইতিমধ্যে রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮'র প্রস্তুতি পর্বের ম্যাচ শুরু হয়ে গেছে। আর ২দিন বাদেই আরম্ভ হবে মূলপর্বের খেলা।
আপনি কোন টিমের supporter? কলকাতাবাসী বেশিরভাগ লোকেরই উত্তর হবে ব্রাজিল। আমাদের দেশ ভারত কোনদিন কবে খেলবে জানি না, কিন্তু বাঙালির প্রথম থেকেই ব্রাজিলের প্রতি আলাদা একটা ভালোবাসা রয়ে গেছে।.. আর এই প্রশ্নের আমার কাছেও উত্তর ব্রাজিল। সম্প্রতি ভারত ফুটবলে উন্নতি করছে দেখে ভালো লাগছে। তবে ধারাবাহিকতা বজায় না রাখতে পারলে কোনো দেশ বা খেলোয়াড় বেশিদিন টিকে থাকতে পারে না, ইতিহাস তার সাক্ষী।

আর কমিক্সে? অবশ্যই মেলচেস্টার রোভার্স।কি তাই তো?

কিন্তু.. যদি কোনো দলে আমাদের আর এক প্রিয় চরিত্র বেতাল ফুটবল খেলতো, তাহলে কেমন হতো সেই খেলা? না.. যতদূর জানি, বেতালের বংশে কোনোদিন কেউ ফুটবল খেলেনি... খেললে তা হতো ব্যতিক্রমী ঘটনা...রেক্স খেলেছে বলেও মনে পরে না.. তবে অরণ্য অলিম্পিকে নানা ধরনের খেলা হতো, বেতাল নিজেও সেই প্রতিযোগিতায় অংশ নিত।

বেতালের বংশে সাধারণত সবাই খুব লম্বা হয়, কিন্তু একজন ব্যতিক্রম.. নবম বেতাল।


অনেক বন্ধুই অনেকদিন ধরে এই বেঁটে বেতালের গল্প চেয়ে আসছেন, কারণ অনেকেই হয়তো তার ছোটবেলাতে আনন্দমেলায় এই গল্পটি পড়েছিলেন।আমার স্ট্রিপ কেটে রেখে দেওয়ার অভ্যাস বহুদিনের, এইরকম বেশ কিছু স্ট্রিপ নিজে ছোটবেলায় কেটেছিলাম। কিছু গল্প সম্পূর্ণ আছে, আর কিছু নেই.. সেগুলো আশা করি পরে কখনো পাবো।

প্রসঙ্গত, এই গল্পটি আনন্দমেলায় এবং ডায়মন্ড কমিক্স সংখ্যা ৬১ ও ৬২ তে প্রকাশিত হয়। ইন্দ্রজালে অপ্রকাশিত।
বেতালের আলাদা করে বাংলায় মোট সর্বোপরি কটি গল্প প্রকাশিত হয় তা নিয়ে এক দীর্ঘ তালিকা বানানো হচ্ছে। তালিকার মধ্যে ইন্দ্রজাল, ডায়মন্ড কমিক্স, আনন্দবাজার প্রকাশন প্রভৃতি সমস্ত প্রকাশক রাখা হয়েছে.. এর কারণ ইন্দ্রজালের বেশ কিছু গল্প যেমন অন্য প্রকাশনী সংস্থা থেকে বেরোয়নি, আবার ডায়মন্ড কমিক্স বা আনন্দমেলার বেশ কিছু গল্প ইন্দ্রজালে অপ্রকাশিত থেকে যায়, বিশেষত ইন্দ্রজাল ১৯৯০ সালে বন্ধ হয়ে যাওয়ার জন্য। আবার এমন বেশ কিছু গল্প আছে যা একাধিক প্রকাশনী সংস্থা থেকেই বেরিয়েছে।

মাঝে ইন্দ্রনাথদা অরণ্যদেব ও ঐতিহাসিক পোস্ট করেছিল আনন্দমেলা পূজাবার্ষিকী থেকে। কিন্তু যারা দীর্ঘদিন ব্লগের নিয়মিত দর্শক, তারা জানেন আমি ঐ কমিক্সটি কয়েকবছর আগে ব্লগে দিয়েছিলাম।


এই গল্পটি The Master spy(শিল্পী Wilson Mccoy) গল্পের adaptation(GOLD KEY COMICS- THE HISTORIAN; শিল্পী Bill Lignante). ইন্দ্রজালে এটি প্রথম বেরোয় সংখ্যা ১৫(বাংলায় অপ্রকাশিত) . পরে সংখ্যাটি রিপ্রিন্ট করা হয় বাংলা সংখ্যা ২৭৫ এ(ডেনকালীর রহস্য). আমি ব্লগে দেওয়ার সময় মুল প্রচ্ছদটি রেখে ভেতরে gold key কমিক্সটি দিয়েছিলাম(আনন্দমেলায় অনুবাদ করা). ইন্দ্রনাথদা কে সম্মান করেই বলছি, ইন্দ্রদা আবার কমিক্সটি পোস্ট করায় আরও কিছু পাঠক এটি আবার পড়ার সুযোগ পেলো। আমি জানি ইন্দ্রদা আমার এই পোস্টটি খেয়াল করেনি।

Adaptation নিয়ে এর আগেও ব্লগে পোস্ট করেছিলাম। এখানে দেখতে পারেন: http://walkerindrajal.blogspot.com/2015/07/phantom-adaptations.html

আবার ইন্দ্রজাল সংখ্যা ৫৪'র গল্পটির সঙ্গেও এর বেশ কিছু মিল আছে। তবে গল্পের থিম বা বিষয়বস্ত্ত একই হলেও গল্প দুটি আলাদা। কিন্তু ঐতিহাসিক এবং ডেনকালির রহস্য গল্প দুটি প্রায় এক, শুধুমাত্র ঘটনা বা চরিত্রগুলি একটু আলাদা।





তাহলে এবার চটপট পরে ফেলুন বেঁটে বেতাল, নবম অরণ্যদেব এর কথা  (s137- The Fourth Sonআনন্দমেলা ৩মার্চ ১৯৯৩- ৫জানুয়ারী ১৯৯৪)




১৫অগাস্ট ১৯৯৩ এ প্রকাশিত এই পৃষ্ঠার জন্য ধুলোখেলাকে ধন্যবাদ জানাই। না হলে অনেক আগেই এই কমিক্সটা ব্লগে দিতাম। দুর্ভাগ্যবশত ঐ একটি পাতা আমার সংগ্রহ থেকে হারিয়ে যায়।










পরের পোস্ট এ আসছে: ইন্দ্রজালে অপ্রকাশিত ম্যানড্রেক!
এবং তারপর...আপনাদের বহু আকাঙ্ক্ষিত রোভার্সের রয়.. সঙ্গে অন্যান্য আরও কমিক্স...


বিশ্বকাপ উপলক্ষ্যে আমি পরপর পোস্ট করে যাবো...অন্তত তাই ইচ্ছে আছে। 

8 comments:

NIL said...

এটা ছাড়া ছাড়া ভাবে পড়েছি,পুরো পড়ার জন্য অনেক খুজেছি।এবার পেয়ে খুশি হলাম।অনেক ধন্যবাদ।

Tariktoon said...

Many many thanks!!

24thphantom said...

@nil: welcome. Baki sunday strip gulo dewar icche roilo..

24thphantom said...

@Md. Tarik: ur welcome..

ABCD said...

At last. The wait is over. Dhonnobad dewar bhasha nei dada.

24thphantom said...

@pavel sardar: welcome; apnara achen bolei amra achi..

Cobra said...

জবর হয়েসে...

Abhishek Bardhan said...

Thanxs sagoto bhai..