গত অক্টোবর মাসের ৩০ তারিখ আমি আর ইন্দ্রনাথ দা আলোচনা করছিলাম ব্লগে কি দেওয়া যায়। ঐদিন ১৯৯৬ সালে ময়ূখ চৌধুরী আমাদের সকলকেই প্রায় না জানিয়ে চলে যান। সময়ের অভাবে আমি ঠিক পোস্ট করে উঠতে পারিনি। এছাড়াও ইচ্ছে ছিল ময়ূখ চৌধুরীর কমিক্স "পদক্ষেপ" দেওয়ার। কিন্তু কিশোর ভারতীতে ধারাবাহিক ভাবে প্রকাশিত ঐ কমিক্সের মাত্র একটি সংখ্যা আমার কাছে না থাকার জন্য এই মুহূর্তে সেটি দিতে পারছি না। তাই আপাতত ময়ূখ চৌধুরীর যে কটি কমিক্স আমার স্ক্যান করা রয়েছে, সেগুলোই ব্লগে দিলাম।
ময়ূখ চৌধুরী তার দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে(১৯৬২-১৯৯৩/৯৪) ৭০টিরও বেশি কমিক্স, হাজারেরও বেশি অলঙ্করণ(নিজের এবং অন্যান্য লেখকের গল্পে ) করেছেন। কিছু প্রবন্ধ এবং ২টি কবিতাও লিখেছিলেন। গল্প এবং কমিক্স দু-ক্ষেত্রেই তিনি ব্যবহার করতেন dramatic narration, বিশেষত অ্যাকশনধর্মী ঘটনার ক্ষেত্রে ওনার সেই সংলাপ এবং তার সঙ্গে গতিময় ছবির দৃশ্য- এ জুড়ীর মেলা ভার। হাতের লেখাও ছিল খুব সুন্দর, এবং অসামান্য ক্যালিগ্রাফিক নামাঙ্কন করতে পারতেন। তার সব কমিক্সই এখন বই আকারে পাওয়া যাচ্ছে লালমাটির কমিক্স সমগ্রে (যদিও কিছু কমিক্স রচনাসমগ্রে রাখা হয়েছে) ।
অধিকাংশ কমিক্সের সংকলন ও সম্পাদনা করেছিল শান্তনু দা( শান্তনু ঘোষ), যার গবেষণাধর্মী লেখা পরে আমার অতন্ত্য কৌতূহলের সৃষ্টি হয়। সেই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন বিষয় কার্টুন পত্রিকার সম্পাদক বিশ্বদেব গঙ্গোপাধ্যায় এবং আরও অনেকে। তাই ময়ূখ চৌধুরী নিয়ে যে কেউ পড়াশোনা করতে চাইলে তার কাছে এই বইটি থাকা অতি আবশ্যক। বই তো বটেই, ইন্দ্রনাথদার সৌজন্যে ব্লগেও ময়ূখ চৌধুরীর ২৬টি কমিক্স চলে এসেছে। আমার এবং ইন্দ্রদার সংকলনে ও শান্তনুদার সম্পাদনায় বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে ময়ূখ চৌধুরীর দুটি কমিক্সের বই, একটি গল্পের বই, এবং একটি শিকার গল্প সংকলন(ময়ূখ চৌধুরী অলংকৃত)।
বুক ফার্ম থেকে বই আকারে ময়ূখ চৌধুরীর নিচের কমিক্সগুলি পাওয়া যাচ্ছে:
(১) রহস্য গোয়েন্দা গ্রাফিক নভেল- গুপ্তধনের সন্ধানে
(২) দুর্ধর্ষ কমিক্স:আছে- ঋণশোধ, পেক্কা, মবগো, বনবাসী বন্ধু, ফাঁদ, চফু-মায়া, সাক্ষী ছিল চাঁদ, দ্বৈরথ(অরণ্যগর্ভে ও সমুদ্রবক্ষে)
ইন্দ্রনাথদার ব্লগে আপাতত যেগুলো পাওয়া যাচ্ছে:
প্রসঙ্গত জানাই, ইতিহাসে পলাতক প্রথমে প্রকাশিত হয় সন্দেশে ১৩৮২তে, ৮টি কমিক্স নিয়ে। পলাতক বইটির প্রথম সংস্করণে(নির্মল কর্তৃক ১৩৮৩/৮৪ তে ) ৮টি কমিক্সই ছিল, পরের সংস্করণগুলিতে কোনো কারণে শেষের কমিক্সটি বাদ পরে যায়, অর্থাৎ ৮টি কমিক্সের জায়গায় ৭টি কমিক্স। এখানে সেই মিসিং দু'পাতার ইতিহাসে পলাতকের কমিক্সটি দিলাম:
ময়ূখ চৌধুরীর "আমি আগন্তুক" কমিক্সটির sequel হল "বৈশাখী পূর্ণিমা রাতে"। চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে ময়ূখের আরও দুটি কমিক্স "ছদ্মবেশী" এবং "রাজকুমারের অসি"।
ময়ূখ চৌধুরী তার দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে(১৯৬২-১৯৯৩/৯৪) ৭০টিরও বেশি কমিক্স, হাজারেরও বেশি অলঙ্করণ(নিজের এবং অন্যান্য লেখকের গল্পে ) করেছেন। কিছু প্রবন্ধ এবং ২টি কবিতাও লিখেছিলেন। গল্প এবং কমিক্স দু-ক্ষেত্রেই তিনি ব্যবহার করতেন dramatic narration, বিশেষত অ্যাকশনধর্মী ঘটনার ক্ষেত্রে ওনার সেই সংলাপ এবং তার সঙ্গে গতিময় ছবির দৃশ্য- এ জুড়ীর মেলা ভার। হাতের লেখাও ছিল খুব সুন্দর, এবং অসামান্য ক্যালিগ্রাফিক নামাঙ্কন করতে পারতেন। তার সব কমিক্সই এখন বই আকারে পাওয়া যাচ্ছে লালমাটির কমিক্স সমগ্রে (যদিও কিছু কমিক্স রচনাসমগ্রে রাখা হয়েছে) ।
অধিকাংশ কমিক্সের সংকলন ও সম্পাদনা করেছিল শান্তনু দা( শান্তনু ঘোষ), যার গবেষণাধর্মী লেখা পরে আমার অতন্ত্য কৌতূহলের সৃষ্টি হয়। সেই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন বিষয় কার্টুন পত্রিকার সম্পাদক বিশ্বদেব গঙ্গোপাধ্যায় এবং আরও অনেকে। তাই ময়ূখ চৌধুরী নিয়ে যে কেউ পড়াশোনা করতে চাইলে তার কাছে এই বইটি থাকা অতি আবশ্যক। বই তো বটেই, ইন্দ্রনাথদার সৌজন্যে ব্লগেও ময়ূখ চৌধুরীর ২৬টি কমিক্স চলে এসেছে। আমার এবং ইন্দ্রদার সংকলনে ও শান্তনুদার সম্পাদনায় বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে ময়ূখ চৌধুরীর দুটি কমিক্সের বই, একটি গল্পের বই, এবং একটি শিকার গল্প সংকলন(ময়ূখ চৌধুরী অলংকৃত)।
বুক ফার্ম থেকে বই আকারে ময়ূখ চৌধুরীর নিচের কমিক্সগুলি পাওয়া যাচ্ছে:
(১) রহস্য গোয়েন্দা গ্রাফিক নভেল- গুপ্তধনের সন্ধানে
(২) দুর্ধর্ষ কমিক্স:আছে- ঋণশোধ, পেক্কা, মবগো, বনবাসী বন্ধু, ফাঁদ, চফু-মায়া, সাক্ষী ছিল চাঁদ, দ্বৈরথ(অরণ্যগর্ভে ও সমুদ্রবক্ষে)
ইন্দ্রনাথদার ব্লগে আপাতত যেগুলো পাওয়া যাচ্ছে:
- খাপে ঢাকা তরবার ও রক্তমাখা চাঁদ
- মৃত্যুহীন প্রাণ
- অন্ধ মাকড়সা
- রক্তাক্ত মানচিত্র
- রূপকথা নয়
- দুরন্ত কাহিনী
- আগন্তুক
- আমি আগন্তুক
- রবিনহুড(কালো সাপ ও বিভ্রান্ত রবিনহুড)
- জলদস্যুর কবলে রবিনহুড
- বুদ্ধির যুদ্ধে রবিনহুড
- নায়ক যখন রবিনহুড(শেরউড বনের অতিথি ও শেরউড বনে গুপ্তচর)
- রামধনুর সন্ধানে
- বন্ধু
- মুক্তি পেলো রতনলাল
- ইতিহাসে পলাতক(পলাতক বই থেকে)
- প্রান্তরে মৃত্যুর হানা(নরকের প্রহরী বই থেকে)
প্রসঙ্গত জানাই, ইতিহাসে পলাতক প্রথমে প্রকাশিত হয় সন্দেশে ১৩৮২তে, ৮টি কমিক্স নিয়ে। পলাতক বইটির প্রথম সংস্করণে(নির্মল কর্তৃক ১৩৮৩/৮৪ তে ) ৮টি কমিক্সই ছিল, পরের সংস্করণগুলিতে কোনো কারণে শেষের কমিক্সটি বাদ পরে যায়, অর্থাৎ ৮টি কমিক্সের জায়গায় ৭টি কমিক্স। এখানে সেই মিসিং দু'পাতার ইতিহাসে পলাতকের কমিক্সটি দিলাম:
ময়ূখ চৌধুরীর "আমি আগন্তুক" কমিক্সটির sequel হল "বৈশাখী পূর্ণিমা রাতে"। চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে ময়ূখের আরও দুটি কমিক্স "ছদ্মবেশী" এবং "রাজকুমারের অসি"।
পড়ুন বৈশাখী পূর্ণিমা রাতে, ছদ্মবেশী, রাজকুমারের অসি
ময়ূখ চৌধুরীর বঙ্গদেশের রঙ্গ কমিক্সটি সব পাঠকই পছন্দ করেন:
এছাড়াও রইলো কিশোর ভারতীতে প্রকাশিত ময়ূখ চৌধুরীর টানটান উত্তেজনাময় কমিক্স:
পড়ুন শিকার
না, এতেই শেষ নয়...
পড়ুন নায়কের মৃত্যু নেই
সকল দর্শকবন্ধুকে জানাই কালীপুজো ও দীপাবলির অনেক শুভেচ্ছা। সবে পটকা ফাটানো শুরু...কাল আরও ফাটাবো।
বিঃদ্রঃ লালমাটি রচনাসমগ্র ৩ এ পাবেন অধ্যাপক ত্রিবেদী সিরিজের সব কটি কমিক্স এবং অপরাধী কে সিরিজের ৯টি কমিক্স। পুরোনো বন্ধু সাগ্নিক ঘোষের ব্লগ dara indrajal (THE LOST WORLD) এ পাবেন শয়তানের দ্বীপ কমিক্সটি তিন ভাষায়(বাংলা, ইংরেজি এবং পর্তুগিজ ভাষায়) । স্মারক এবং যাত্রী খুব শীঘ্র ইন্দ্রদা ব্লগে দেবে আশা রাখি।
13 comments:
চমৎকার পোস্ট !
দীপাবলি-র শুভেচ্ছা রইল ।।
দাদা, কয়েকটি বই download হচ্ছেনা। বলছে download not available. কী করবো দাদা?
@pavel sardar: bhai, just saw ur msg.. 3te file er link e kichu problem chilo, maybe some problems with mediafire.But all problems are solved now, sob kota link e change kore diyechi.. so ejnoy!
@ saurav da: pashe thakar jonyo dhonyobaad.
dada jodi kindly Mayukh babur "YUG YUGANTER YATRY" comics ti post koren khub uppokrito hobo.
Oi comics ti amar chotobelar onek smriti bijorito
donnobad
will be 😊 posting that comic very soon
ধন্যবাদ দাদা।
দাদা, "নায়ক যখন রবিনহুড(শেরউড বনের অতিথি ও শেরউড বনে গুপ্তচর)" কমিক্সটি খুঁজে পাচ্ছিনা। please help.
Vai, asadharan
sob comics , valobasa nio.-Jyoti Prakash Mukhopadhyay.
Padakkhep er jonyo Kishor Bharotir kon issue ta lagbe.
@pavel sardar: শেরউড় বনের robinhood বইয়ের মধ্যে পাবে৷ সন্দেশে নায়ক যখন robinhood নামে ছিল৷
@jp Mukherjee da: thanks. পাশে থাকার জন্য ধন্যবাদ
Superb post sagoto bhai. Belated Diwali wishes..
Bisoi cartoon moiukh coudhuri sonkhati kivabe ba kothathai pabo doia kore janan.
Post a Comment